News71.com
 Sports
 08 Jul 20, 06:34 PM
 713           
 0
 08 Jul 20, 06:34 PM

সিরি’আ লীগ ফুটবল॥ এসি মিলানের কাছে য়্যুভেন্তাসের হার

সিরি’আ লীগ ফুটবল॥ এসি মিলানের কাছে য়্যুভেন্তাসের হার

স্পোর্টস ডেস্কঃ সিরি'আয় জয়ের ধারা ধরে রাখতে পারলো না টেবিল টপার য়্যুভেন্তাস। এসি মিলানের কাছে তারা হেরেছে ৪-২ গোলের ব্যবধানে। তবে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অক্ষন্ন রেখেছে য়্যুভরা। লা-লিগায় জয় বঞ্চিত হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। সেল্ট ভিগোর সাথে ১-১ গোলে ড্র করেছে রোজি ব্লাঙ্কোসরা।ইতালিয়ান সিরি'আয় এখন পর্যন্ত একছত্র আধিপত্য টেবিল টপার য়্যুভেন্তাসের। সেই সাম্রাজ্যে একটা বড় ধাক্কা দিলো এসি মিলান। যদিও টেবিলের অবস্থানে আসেনি কোন পরিবর্তন।শিরোপার পথে আরও একধাপ এগিয়ে যাওয়া মিশনে মিলানে ভ্রমণ করে য়্যুভেন্তাস। কিন্তু একটা দুঃস্বপ্নের যাত্রা হয়ে থাকলো রোনালদো দিবালাদের। স্বাগতিকদের বিপক্ষে যদিও শুরু থেকে বেশ আক্রমণাত্বক খেলতে থাকে মৌরিসিও সারির শিষ্যরা। প্রথমার্ধে বেশ কয়েকটি দুর্দান্ত আক্রমণ করে য়্যুভরা। কিন্তু কখনো ফরোয়ার্ডের ব্যর্থতা আবার কখনো গোলরক্ষকের নৈপুণ্যে এগিয়ে যেতে পারেনি তুরিনের বুড়িরা।অবশ্য বিরতি থেকে ফিরেই আক্রমণে ধার বাড়ায় সফরকারীরা। ৪৭ মিনিটে এগিয়ে যায় য়্যুভেন্তাস। অ্যাড্রিয়েন র‌্যাবিয়ট ভাঙ্গেন ডেড লক। এগিয়ে যায় সারি শিষ্যরা।৬ মিনিট পর স্পচ লাইটে ক্রিশ্চয়ানো রোনালদো। মিলানের ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করেন পুর্তগিজ তারকা। ২-০'তে রিড নেয় তুরিনের বুড়িরা। ৬২ মিনিটে ম্যাচে ফেরে য়্যুভেন্তাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন