News71.com
 Sports
 03 Jul 20, 12:11 PM
 714           
 0
 03 Jul 20, 12:11 PM

ফুটবল॥ ব্রেসিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করল নেরাজ্জুরিরা

ফুটবল॥ ব্রেসিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করল নেরাজ্জুরিরা

স্পোর্টস ডেস্কঃ ইতালিয়ান লিগে দাপুটে জয় পেয়েছে ইন্টার মিলান। ব্রেসিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে নেরাজ্জুরিরা। তবে স্প্যালের সঙ্গে ২-২ গোলে ড্র করে আবারো পয়েন্ট খুইয়েছে এসি মিলান।ঘরের মাঠ সান সিরো অ্যারেনায় ম্যাচের ৫ মিনিটেই অ্যাশলে ইয়ংয়ের গোলে এগিয়ে যায় ইন্টার। ২০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন অ্যালেক্স সানচেজ। যা ইন্টারের জার্সিতে তার প্রথম গোল। প্রথমার্ধের শেষ মুহূর্তে দানিলোর গোলে ৩-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় কন্তে শিষ্যরা।দ্বিতীয়ার্ধেও চলতে থাকে ইন্টারের দাপট। ৫২, ৮৩ আর ৮৮ মিনিটে স্বাগতিকদের পক্ষে আরো তিন গোল করেন বরার্তো, এরিকসন আর ক্যান্ডাভেরা। এ জয়ে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরের জায়গাটা পোক্ত করলো ইন্টার মিলান। তবে ইন্টার পারলেও জিততে পারেনি তাদের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। স্প্যালের বিপক্ষে ১৩ আর ৩০ মিনিটে ২-০তে পিছিয়ে পরে অতিথিরা। যদিও দ্বিতীয়ার্ধে ঘুঁড়ে দাঁড়ায় স্তেফিনোর দল। ৭৯ মিনিটে রাফায়েল আর যোগ করা সময়ে ফ্রাসিংকোর আত্মঘাতী গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন