News71.com
 Sports
 02 Jul 20, 10:32 AM
 702           
 0
 02 Jul 20, 10:32 AM

আইসিসির চেয়ারম্যানের পদ ছাড়লেন শশাঙ্ক মনোহর॥

আইসিসির চেয়ারম্যানের পদ ছাড়লেন শশাঙ্ক মনোহর॥

স্পোর্টস ডেস্কঃ আইসিসির চেয়ারম্যান পদ থেকে সরে গেলেন শশাঙ্ক মনোহর। গতকাল মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দায়িত্ব ছেড়ে সরে দাঁড়ালেন ভারতীয় এই বর্ষীয়ান আইনজীবী। আপাতত অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা।এক বিবৃতিতে সংবাদটি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আগামী সপ্তাহে নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে আইসিসি। ২০১৬ সালে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সংস্থাটির চেয়ারম্যান নির্বাচিত হন শশাঙ্ক। তিনি ছিলেন আইসিসির প্রথম চেয়ারম্যান। এ পদের মেয়াদ দুই বছর হলেও প্রথম দফায় ১০ মাস পরে দায়িত্ব ছেড়ে দেন তিনি। পরে বোর্ড সদস্যেদের অনুরোধে আবারো দায়িত্ব নেন শশাঙ্ক। এরপর ২০১৮ সালে আবারো বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হন এ ভারতীয়। তবে দ্বিতীয় দফার এ মেয়াদ শেষের আগেই আর দায়িত্ব পালন করতে চান না বলে জানিয়ে দেন তিনি। এরপর থেকেই জল্পনা কল্পনা শুরু হয় কে হবেন আইসিসির নতুন চেয়ারম্যান। এখন পর্যন্ত দৌঁড়ে আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং ইসিবি চেয়ারম্যান কলিন গ্রেভস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন