
স্পোর্টস ডেস্কঃ এবার স্থগিত করা হলো সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল। এবছর নয়, আগামী বছর এই ফুটবল আসর আয়োজনের সিদ্ধান্ত এসেছে এসোসিয়েশনের কাউন্সিল সভায়। টুর্নামেন্টটি আয়োজন করবে বাংলাদেশ।তবে, কবে নাগাদ টুর্নামেন্টটি মাঠে গড়াবে সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। পরিস্থিতির উন্নতি হলে চলতি বছর ইয়ুথ প্রতিযোগিতাগুলো আয়োজনের ব্যাপারে চেষ্টা করা হবে বলেও সাফের পক্ষ থেকে জানানো হয়।সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, সাফ চ্যাম্পিয়নশিপ এ বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিলো ঢাকাতে। সেটা আগামী বছর পর্যন্ত স্থগিত করা হচ্ছে। আগামী বছরের কোন সময় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সেটি আমরা নিজেদের মধ্যে আলোচনা করে কয়েকদিনের মধ্যে ঠিক করে ফেলবো।তিনি বলেন, সেপ্টেম্বরের মাঝামাঝিতে আমরা আরেকবার সবার সাথে বসবো। আরা পরিস্থিতিটা দেখবো। যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আমরা হয়তো ডিসেম্বর নাগাদ এক দুইটা টুর্নামেন্ট করবো।