News71.com
 Sports
 26 Jun 20, 10:46 AM
 857           
 0
 26 Jun 20, 10:46 AM

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো সিদ্ধান্ত নি‌তে পা‌রে‌নি আইসিসি॥

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো সিদ্ধান্ত নি‌তে পা‌রে‌নি আইসিসি॥

স্পোর্টস ডেস্কঃ টি-২০ বিশ্বকাপ নি‌য়ে চল‌তি মা‌সে দ্বিতীয়বার সভা ক‌রেও কোনো সিদ্ধান্ত নি‌তে পা‌রে‌নি আইসিসি। জুলাই‌য়ের মাঝামাঝিতে বা‌র্ষিক সাধারণ সভা থে‌কে আসতে পা‌রে চূড়ান্ত সিদ্ধান্ত। আই‌‌সিসি এখ‌নো পর্যন্ত বোর্ড সভা নি‌য়ে কিছু না বল‌লেও আন্তর্জা‌তিক গণমাধ্যমগু‌লো এমন খবরই দি‌চ্ছে।এর আগে গেলো মে মাসে সভা স্থগিত করেছিলো আইসিসি। পরে নির্ধারিত ১০ জুনের টেলিকনফারেন্সেও কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গুঞ্জন রয়েছে, প্রাথমিকভাবে প্রভাবশালী ভারতীয় বোর্ডের আইপিএল আয়োজনের পরিকল্পনার কারণেই ভাটা পড়ে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ আয়োজনে। তবে, পাকিস্তানের ১০ ক্রিকেটার করোনা পজিটিভ হওয়ায় আরও অনিশ্চয়তার মুখে পড়েছে এই আসর। সম্প্রচার প্রতিষ্ঠান ও স্পন্সরদের পক্ষ থেকে ব্যাপক চাপের মুখে পড়লেও এবারও কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আইসিসি। তবে, ‌বোর্ড সভায় আলোচনা হ‌য়ে‌ছে চেয়ারম্যান নি‌য়োগ প্রক্রিয়া নি‌য়ে। পু‌রো নি‌য়োগ প্রক্রিয়া চূড়ান্ত হ‌তে পা‌রে আগামী সপ্তা‌হে। শশাঙ্ক ম‌নোহ‌রের উত্তরসূ‌রী হি‌সে‌বে বেশ আলোচনায় রয়েছেন ইংল্যান্ড বোর্ডের চেয়ারম্যান ক‌লিন গ্রেভস। ত‌বে সৌরভ গাঙ্গু‌লিও শেষ মুহূ‌র্তে প্রতিযো‌গিতায় নামতে পা‌রেন। গাঙ্গুলির অংশগ্রহণ নিশ্চিতে গঠনতন্ত্র সং‌শোধ‌নের জন্য সু‌প্রিম কো‌র্টে আবেদন ক‌রে‌ছে বিসি‌সিআই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন