News71.com
 Sports
 25 Jun 20, 01:05 PM
 649           
 0
 25 Jun 20, 01:05 PM

ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব এমসিসির প্রথম নারী প্রেসিডেন্ট হলেন কনর॥

ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব এমসিসির প্রথম নারী প্রেসিডেন্ট হলেন কনর॥

স্পোর্টস ডেস্কঃ ঐতিহ্যবাহী মেরিলিবন ক্রিকেট ক্লাবে (এমসিসি) ২৩৩ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন ক্ল্যার কনর। ইংল্যান্ড নারী দলের সাবেক এই অধিনায়ক ২০২১ সালের ১ অক্টোবর মর্যাদাপূর্ণ এই পদে আসীন হবেন।৪৩ বছর বয়সী কনর বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নারী ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন। আর এমসিসির বর্তমান প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারার স্থলাভিষিক্ত হবেন কনর। যদিও শ্রীলঙ্কান গ্রেটকে দ্বিতীয় মেয়াদে থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল। কনর এমন সুখবর পাওয়ার পর বলেন, ‘এমসিসির পরবর্তী প্রেসিডেন্ট হতে পারায় নিজেকে সম্মানিত বোধ করছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন