News71.com
 Sports
 23 Jun 20, 09:40 PM
 590           
 0
 23 Jun 20, 09:40 PM

পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে করোনার হানা॥ ১০ জনের করোনা শনাক্ত

পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে করোনার হানা॥ ১০ জনের করোনা শনাক্ত

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট দলে আবারো করোনার থাবা। মঙ্গলবার (২৩ জুন) নতুন করে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন আরো ৭ জন।এ নিয়ে ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ২৯ সদস্যের মধ্যে, করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১০ জন পাক ক্রিকেটার। যদিও সফর নিয়ে এখনো আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান। আগামী মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা পাকিস্তানের। দীর্ঘ বিরতি শেষে ফেরার আনন্দে মুখর পাক ক্রিকেট। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্যে দল ঘোষণাও করা হয়ে গেছে। নিজ দায়িত্বে অনুশীলন শুরু করেছিলেন স্কোয়াডের ক্রিকেটাররা। সফরের পরিকল্পনা, ক্রিকেটারদের প্রস্তুতি সব চলছিল সমানতালে। এসবের অংশ হিসেবেই শুরু হয় ক্রিকেটারদের করোনা টেস্ট।পরিকল্পনা অনুযায়ী ২৮ জুন ইংল্যান্ডে পা রাখার কথা পাকিস্তান ক্রিকেট দলের। বিমানে চড়ার আগে একবার টেস্ট করার কথা ভাবে দল। আর সেই টেস্ট থেকেই আসছে একের পর এক দু:সংবাদ।টেস্টের প্রথমদিনে করোনা শনাক্ত হন তিন ক্রিকেটার হারিস রউফ, শাদাব খান ও হায়দার আলী। মঙ্গলবার সেই সংখ্যাটা বেড়েছে। এবার নতুন করে শনাক্ত হয়েছেন আরো সাত ক্রিকেটার। অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, ফখর জামানের সঙ্গে আক্রান্তের তালিকায় আছেন মোহাম্মদ রিজওয়ান, ইমরান খান, কাশিফ ভাটি ও মোহাম্মদ হাসনাইন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন