News71.com
 Sports
 22 Jun 20, 12:55 PM
 817           
 0
 22 Jun 20, 12:55 PM

অস্ট্রেলিয়ার ক্রিকেটকে নতুনরূপে ফেরাতে চান হকলে॥

অস্ট্রেলিয়ার ক্রিকেটকে নতুনরূপে ফেরাতে চান হকলে॥

স্পোর্টস ডেস্কঃ সব বিতর্ককে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার ক্রিকেটকে নতুনরূপে ফেরাতে চান বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিক হকলে। প্রয়োজনে ক্রিকেটারসহ সব বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠকের পরিকল্পনা করছেন এই সংগঠক। এদিকে, চলতি বছরে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা বেশ কঠিন বলে মন্তব্য করেছেন হকলে। তবে শেষপর্যন্ত টুর্নামেন্ট আয়োজন করা হলে, মাঠে দর্শক প্রবেশের অনুমতি থাকবে বলেই জানিয়েছেন সিএ'র প্রধান নির্বাহী।মহামারীর এই দিনগুলোতে বড় সড় একটা ঝড় বয়ে গেল ক্রিকেট অস্ট্রেলিয়ায়। বেতন কর্তন-লোকবল ছাঁটাই-পদত্যাগ, কতো ঘটনাই তো ঘটলো! খুলে বলা যাক। সবধরনের ক্রিকেট বন্ধ থাকায় শুরুতে ক্রিকেটার এবং কর্মকর্তাদের বেতন কেটে নেয়ার সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। আর্থিক ক্ষতির কথা বলে এরপর শুরু হয় ছাঁটাই কার্যক্রম। বোর্ড কর্তাদের সঙ্গে ছাঁটাই করা হয় ব্যাটিং কোচ গ্রায়েম হিককেও। এ নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন