
স্পোর্টস ডেস্কঃ কোভিড আতঙ্ক কাটিয়ে মাঠে ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। তিন মাসেরও বেশি দিন পর মাঠে গড়ালো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ। প্রথম ম্যাচেই জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে তারা ৩-০ গোলে হারিয়েছে আর্সেনালকে। এই জয়ে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দু'য়ে অবস্থান সিটিজেনদের। এর আগে দিনের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেডের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল কিংবা টটেনহ্যাম। ক্লাব ফুটবলে নামগুলো সবার মুখে মুখে। বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগের খেলায় বুদ হয়ে থাকতো বিশ্বের ফুটবল প্রেমীরা। কিন্তু করোনাভাইরাসের কারণে গেলো ৩ মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন ফুটবলাররা।আশার খবর হলো করোনা মহামারি কাটিয়ে আবারো প্রাণ ফিরেছে ইংলিশ ফুটবলে। আগেই মাঠে ফিরেছেন ফুটবলাররা। এবার বিরতির পর ম্যাচটাও হয়ে গেলো দুই জায়ান্ট আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির মধ্যে।কোভিডের প্রভাবে এখনো মাঠে দর্শকের অনুমোদন দেয়নি ইপিএল প্রশাসন। শূন্য গ্যালারিতে সমর্থকদের উন্মাদনা না থাকলেও, মাঠে ঠিকই উত্তাপ ছাড়িয়েছেন ফুটবলাররা।