News71.com
 Sports
 16 Jun 20, 06:22 PM
 2534           
 0
 16 Jun 20, 06:22 PM

টেনিস॥ ৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন

টেনিস॥ ৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে ইউএস ওপেন

স্পোর্টস ডেস্কঃ স্বস্তি ফিরছে টেনিস কোর্টে, স্বস্তি ফিরেছে মার্কিন মুল্লুকে। সবকিছু ঠিকঠাক থাকলে ৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে ইউএস ওপেন। নিশ্চিত করেছেন 'ইউনাইটেড স্টেট টেনিস অ্যাসোসিয়েশন -ইউএসটিএ'র প্রধান নির্বাহী মাইকেল ডয়েস। সেক্ষেত্রে মাঠে সীমিত আকারে দর্শক প্রবেশেরও মিলবে অনুমতি। আর প্রয়োজনে খেলোয়াড়দের উড়িয়ে আনা হবে চাটার্ড বিমানে।করোনার ছোবল কোথায় গিয়ে লাগেনি ? তবে দুর্যোগ পুরোপুরি না কাটলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন৷ আর যার নেতৃত্ব দিচ্ছে ক্রীড়াঙ্গণ৷করোনায় বেহাল দশা মার্কিন মুল্লুকের৷ তবুও ঘোষণাটা আসলো সেখান থেকেই৷


সিদ্ধান্তটা, গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেন নিয়ে৷ যেখানে পরিস্থিতি বিবেচনায় ১ সপ্তাহ পিছাতে যাচ্ছে তারিখ৷ ২৪ আগস্ট নয় টুর্নামেন্ট শুরু হবে ৩১ আগস্ট থেকে৷ইউএসটিএ'র প্রধান নির্বাহী মাইকেল ডয়েস বলেন, ইউএস ওপেন মাঠে ফেরাতে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছেছি৷ এটা সবার জন্যই দারুণ একটা খবর৷ দেখুন আমরা জানি না যে ঠিক কবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে৷ তাই এর মধ্যেই আমাদের মানিয়ে নিতে হবে৷ তবে খেলোয়াড়দের সুরক্ষাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি৷ সবার তিন দফা করোনা পরীক্ষা শেষেই মাঠে নামার অনুমতি পাবেন।আছে খেলার প্রাণ দর্শকদের জন্যও শুভ সংবাদও৷ প্রতি ম্যাচে মাঠে প্রবেশের সুযোগ পাবেন ৫ হাজার জন৷ টিকেট বিক্রি শুরু হবে চলতি সপ্তাহে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন