News71.com
 Sports
 13 Jun 20, 10:21 PM
 923           
 0
 13 Jun 20, 10:21 PM

বিশ্বের প্রবীণতম প্রথম শ্রেণির ক্রিকেটার বসন্ত রাইজির মৃত্য॥  

বিশ্বের প্রবীণতম প্রথম শ্রেণির ক্রিকেটার বসন্ত রাইজির মৃত্য॥   

স্পোর্টস ডেস্কঃ গত ২৬ জানুয়ারি ১০০তম জন্মদিন পালন করেছেন। এখন বলতে হবে তিনি ‘ছিলেন’ বিশ্বের প্রবীণতম প্রথম শ্রেণির ক্রিকেটার। জানা গেছে তিনি আর নেই, গতকাল শুক্রবার গভীররাতে মুম্বাইয়ে নিজের বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন বসন্ত রাইজি। শচীন টেন্ডুলকার, স্টিভ ওয়াহ্, সুনীল গাভস্কারদের মতো তারকা ক্রিকেটাররা তার বাড়িতে যেতেন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। তার মৃত্যুতে শচীন টেন্ডুলকার নিজের টুইটার পেজে রাইজির সঙ্গে একটি ছবি পোস্ট করে শোকবার্তায় লিখেছেন, ‘এ বছরের শুরুর দিকে শ্রী বসন্ত রাইজির জন্মদিন পালন করতে তার সঙ্গে আমি সাক্ষাৎ করি। হৃদয়ের উষ্ণতা ও ভালোবাসা দিয়েই তিনি ক্রিকেট খেলতে ও দেখতে পছন্দ করতেন। তার বিদায়ে শোকাচ্ছন্ন আমার হৃদয়। তার পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার শোক ও সমবেদনা ।’

১৯২০ সালে জন্ম নেওয়া রাইজি ১৯৪০-এর দশকে ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তার দশক দীর্ঘ ক্যারিয়ারে। ছিলেন ডানহাতি ব্যাটসম্যান, ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার (সিসিআই) হয়ে মাত্র ২৭৭ করেছেন, যখন বুঝলেন শীর্ষস্তরের ক্রিকেট তার জন্য নয়, পেশা হিসেবে বেছে নিলেন চার্টার্ড অ্যাকাউনট্যান্সি। তবে ক্রিকেট তাকে ছেড়ে যায়নি কখনও। অবসর সময় কাটাতেন ক্রিকেট খেলা দেখে, বই পড়ে, ক্রিকেট নিয়ে লিখে বা কথা বলে। কালক্রমে তিনি হয়ে উঠেছিলেন প্রখ্যাত এক ক্রিকেট ইতিহাসবিদ। কারণ ক্রিকেট নিয়ে তার সঞ্চয় ছিল ঋদ্ধ, বম্বে জিমখানার হয়ে ১৯২৬ সালে খেলতে দেখেছেন কর্নেল সি কে নাইডুকে, ভারতের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি করতে দেখেছেন লালা অমরনাথকে। এমনকি বিরাট কোহলিকে ইচ্ছেমতো সেঞ্চুরি করতে দেখে গেছেন। স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তার পত্রযোগাযোগ হতো নিয়মিত ।

১৯৩৩-৩৪ মৌসুমে বম্বে জিমখানা মাঠে ভারতের প্রথম টেস্ট ম্যাচে তিনি উপস্থিত ছিলেন, তাতে ডগলাস জার্ডিনের ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকেই সেঞ্চুরি করেন লালা অমরনাথ। জীবনের শেষদিন পর্যন্ত ক্রিকেটের প্রতি তার ভালোবাসা ছিল অনি:শেষ। তিনি এক প্রতিবেদকের কাছে বলে গেছেন, ক্রিকেটের প্রতি এই ভালোবাসাই তার দীর্ঘ সুস্থ জীবনের রহস্য। মৃত্যুকালে তিনি ৯৪ বছর বয়সী স্ত্রী ও দুই কন্যাকে রেখে গেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন