News71.com
 Sports
 13 Jun 20, 11:27 AM
 2043           
 0
 13 Jun 20, 11:27 AM

জিম্বাবুয়ে সফর স্থগিত করল ভারত॥

জিম্বাবুয়ে সফর স্থগিত করল ভারত॥

স্পোর্টস ডেস্কঃ করোনার প্রভাবে এবার আগস্টে জিম্বাবুয়ে সফর স্থগিত করলো ভারত ক্রিকেট দল। ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিসিসিআই।এর আগে করোনার কারণে জুলাইয়ে শ্রীলঙ্কা সফর স্থগিত করে ভারত। তারপরই জিম্বাবুয়ে সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আফ্রিকার দেশটিতে সফরে যাওয়ার কথা ছিলো বিরাট কোহলিদের।কিন্তু, করোনা পরিস্থিতি ভারত জুড়ে উন্নতি না হওয়ায় জিম্বাবুয়ে সফর নীতিগতভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আগস্টের শেষের দিকে ভারতীয় ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফরে কথা রয়েছে।কিন্তু, ঐ সফরটিও বিসিসিআই ঝুলে রেখেছে। করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন