News71.com
 Sports
 11 Jun 20, 06:08 PM
 573           
 0
 11 Jun 20, 06:08 PM

ফুটবল॥ লেভার গোলে জার্মান কাপের ফাইনালে বায়ার্ন

ফুটবল॥ লেভার গোলে জার্মান কাপের ফাইনালে বায়ার্ন

স্পোর্টস ডেস্কঃ বুন্দেসলিগার চলতি মৌসুমের শিরোপার দ্বারপ্রান্তে বায়ার্ন মিউনিখ। এবার রবার্ট লেভানডভস্কির জয়সূচক গোলে জার্মান কাপেরও ফাইনালে নিশ্চিত করেছে বাভারিয়ানরা। বুধবার (১০ জুন) রাতে এনট্রাখট ফাঙ্কফুর্টকে ২-১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো জার্মান কাপের ফাইনালে ওঠলো তারা। গত আসরে লিপজিগকে হারিয়ে শিরোপা জিতেছিল বায়ার্ন। তবে এবার যেন ফাইনালে ওঠার পথে প্রতিশোধই নিল জার্মান জায়ান্টরা। ২০১৭/১৮ মৌসুমে বায়ার্নকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল ফ্রাঙ্কফুর্ট। এবার ম্যাচের শুরু থেকে আধিপত্য ধরে রেখে খেলতে থাকা হ্যান্স ফ্লিকের শিষ্যরা এগিয়ে যায় ১৪তম মিনিটে। চলতি মৌসুমে ট্রেবলের স্বপ্ন দেখা বায়ার্নকে দুর্দান্ত হেড থেকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান প্যারিসিচ।


দ্বিতীয়ার্ধে অবশ্য গোল শোধ করে ২০১৮ সালের চ্যাম্পিয়নরা। ফ্রাঙ্কফুর্টকে ৬৯তম মিনিটে সমতায় ফেরান দা কস্তা। তবে জয়সূচক গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বায়ার্নকে। ৭৪তম মিনিটে জশুয়া কিমিচের পাস থেকে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন লেভা। এ নিয়ে ২০১৯/২০ মৌসুমে বায়ার্নের জার্সিতে সব প্রতিযোগিতা মিলে মাত্র ৩৯ ম্যাচে ৪৫ গোল করলেন এই পোলিশ স্ট্রাইকার। লেভার গোলটি শুরুতে অবশ্য অফসাইড দেখিয়ে বাতিল করা হয়েছিল। পরে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি গোল উপহার দেয় বায়ার্নকে। জার্মান কাপের ফাইনাল হবে ০৪ জুলাই, বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে। ফাইনালে তাদের প্রতিপক্ষ বেয়ার লেভারকুসেন। লেভারকুসেন ফাইনালে নিশ্চিত করেছে দেশটির চতুর্থ বিভাগের দল সারব্রুকেনকে ৩-০ গোলে হারিয়ে। অন্যদিকে বুন্দেসলিগায় আর মাত্র দুই ম্যাচ জিতলেই টানা অষ্টমবারের মতো শিরোপা ঘরে তুলবে বায়ার্ন। গত ২১ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ অপরাজিত তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন