News71.com
 Sports
 09 Jun 20, 09:44 PM
 890           
 0
 09 Jun 20, 09:44 PM

১৫ জুনের আগে ক্রিকেট অনুশীলনের অনুমতি দেবে না বিসিবি॥

১৫ জুনের আগে ক্রিকেট অনুশীলনের অনুমতি দেবে না বিসিবি॥

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বড়েই চলেছে। এমতাবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনোভাবেই ক্রিকেটরদের অনুশীলনে ফেরার অনুমতি দেবে না। আগামী ১৫ জুনের আগে ক্রিকেটারদের অনুশীলনে ফেরানোর কোনো পরিকল্পনা নেই বোর্ডের।মঙ্গলবার (জুন ০৯) বিষয়টি জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি মনে করেন, পরিস্থিতির কথা বিবেচনা করলে ক্রিকেটারদের অনুশীলনে ফেরার সময় এখনো হয়নি। অবস্থা পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। জালার ইউনুস বলেন, ‘যখন পরিস্থিতি খারাপ হয় তখনই তো লকডাউন দেওয়া হয়। জোনগুলো ঠিক করে দিচ্ছে কোনটা রেড জোন, কোনটা ইয়োলো জোন। মিরপুরের অবস্থা কেমন, কোন জোনে পড়বে আমি জানি না, আমার ব্যক্তিগত যেটা মতামত, পরিস্থিতি কিন্তু পারমিট করছে না প্লেয়ারদের অনুশীলনে নামায়। আমার মনে হয় না এখন আমাদের অনুশীলন করা উচিৎ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন