
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ বাছাইপর্বের স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন তারিখ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় দলের ফুটবলার এবং কর্মকর্তারা। তবে লম্বা সময় গ্যাপ থাকায় ম্যাচের আগে শতভাগ ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় আছেন ফুটবলাররা। এদিকে, দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে জাতীয় দলের অনুশীলন শুরু করবে বলে জানান ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। পাশাপাশি হোম ভেন্যুর সুবিধা নিয়ে বাংলাদেশ ভালো খেলতে চায় বলেও জানান তিনি।বৈশ্বিক মহামারি করোনার কারণে হঠাৎই থমকে গেছে ক্রীড়াঙ্গন। গ্যালারি হারিয়েছে চিরচেনা রঙ, চেনা উল্লাস। দেশের ফুটবলও থমকে আছে করোনার প্রভাবে। স্থগিত হয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো। তিনটি হোম এবং একটি অ্যাওয়েসহ ফিরতি লেগে বাংলাদেশের বাকী এখনো চারটি ম্যাচ।তবে আশার প্রদীপ জ্বলতে শুরু করেছে। ধীরে ধীরে সরব হচ্ছে খেলার মাঠ। ফুটবল ফিরছে তার চিরচেনা রূপে। এবার পালে হাওয়া লাগতে যাচ্ছে লাল-সবুজের জার্সিধারীদেরও।চলতি বছরেই বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো শেষ করতে চায় এএফসি। সে লক্ষ্যে বাকী থাকা চার ম্যাচের জন্য নতুন দিন-তারিখ ঘোষণা করেছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশের ফুটবলার এবং কর্মকর্তারা। তবে দুশ্চিন্তা আছে ফিটনেস নিয়ে।