News71.com
 Sports
 07 Jun 20, 06:41 PM
 632           
 0
 07 Jun 20, 06:41 PM

ফুটবল॥আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে ফিফা’র ‘ফিন্যান্সিয়াল রিলিফ প্ল্যান’

ফুটবল॥আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে ফিফা’র ‘ফিন্যান্সিয়াল রিলিফ প্ল্যান’

স্পোর্টস ডেস্কঃ সবার কথা ভেবেই ফিফার ‘ফিন্যান্সিয়াল রিলিফ প্ল্যান’ করা হয়েছে। এমন মন্তব্য করেছেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন এই ফরমূলায় উপকৃত হবে সবাই। এদিকে, ক্লাবের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল যাতে খুব দ্রুত মাঠে ফিরে এ জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান ইনফান্তিনো।করোনা থাবায় গেল মার্চ থেকে বন্ধ হয়ে যায় ফুটবলাঙ্গন। ক্লাব কম্পিটিশন তো বটেই একে একে বাতিল হয় আন্তর্জাতিক ম্যাচগুলো। যার ফলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ে সশ্লিষ্টরা। পরবর্তিতে সেটা পুষিয়ে নিতে উদ্যোগী হয় ফিফা।পরিস্থিতি সমাল দিতে 'ফিন্যান্সিয়াল রিলিফ প্ল্যান' নামে একটি প্রোজেক্ট হাতে নেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যে প্রকল্পের আওতায় ফিফা সদস্যভুক্ত দেশগুলোর জন্য রাখা হয়েছে বিশেষ বরাদ্দ। যদিও এই অর্থ এর আগে ধাপে ধাপে পেতো স্টেক হোল্ডাররা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ফুটবলাঙ্গন যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই। সেটা পুষিয়ে নিতেই আমাদের আমাদের এই উদ্যোগ। এটা এমন একটা প্ল্যান যার মাধ্যমে উপকৃত হবার সুযোগ থাকছে সবার। কারণ শীর্ষ দল থেকে একদম তলানীতে যে আছে তাকেও আমরা গুরুত্ব দিয়েছি এখানে।করোনার চোখ রাঙ্গানী উপেক্ষা করে মাঠে ফিরছে বুন্দেস লিগা। ফেরার অপেক্ষায় লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগও। যা দেখে অনুপ্রাণিত ফিফা এবার উদ্যোগ নিতে যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচ মাঠে ফেরানোর। ইতোমধ্যে সূচিও তৈরি হয়ে গেছে অনেক ম্যাচের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন