
স্পোর্টস ডেস্কঃ ঘরের মাটিতে এবছর সিরিজ আয়োজনে ১০ মিলিয়ন পাউন্ড ব্যয় হতে পারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের। সফররত দলের বিমান ভাড়া, আবাসন ও করোনা পরীক্ষা সহ যাবতীয় খরচের বাজেট তৈরি করছে ইসিবি। এদিকে, অস্ট্রেলিয়া বোর্ডের বেতন কাটার সিদ্ধান্ত মেনে নিয়েছে ক্রিকেটাররা। বড় অঙ্কের রাজস্ব হারানোর শঙ্কায় ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুরোধের প্রেক্ষিতে শেষ পর্যন্ত রাজি হলো খেলোয়াড়দের ইউনিয়ন।আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় আবারও আয়ের পথ মসৃণ হচ্ছে ইংল্যান্ড বোর্ডের। তবে, করোনা পরিস্থিতিতে সিরিজ আয়োজনে খরচ বাড়ছে অনেক। এবারের গ্রীষ্ম মৌসুমে সূচিতে থাকা টেস্ট ও ওয়ানডে ম্যাচ আয়োজনে খরচের পরিমাণ হতে পারে ১০ মিলিয়ন পাউন্ড।জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট; এরপর পাকিস্তান, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ মিলিয়ে প্রায় ২ মাস আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকবে থ্রি লায়নরা। একাধিক সিরিজ আছে নারী দলেরও। অতিথিদের জন্য বিশেষ বিমান, সুরক্ষিত আবাসন ও করোনা পরীক্ষা সব মিলিয়ে দিনে ২ লাখ ৩৮ হাজার পাউন্ড খরচ হবে। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান দলের বিমান ভাড়া বাবদ ব্যয় হবে ৫ লাখ পাউন্ড। তবে, খেলা মাঠে গড়ালে এই খরচে সমস্যা হবেনা একেবারেই। খেলা শুরু হলে সম্প্রচার প্রতিষ্ঠানকে ১২০ মিলিয়ন পাউন্ড ফেরত দিতে হবেনা গভর্নিং বডিকে। এটিকে তাই বোর্ডের সুচিন্তিত বিনিয়োগ বলে উল্লেখ করেছেন ব্রিটেনের ক্রীড়া বিশ্লেষকরা।ভারতের বিপক্ষে সিরিজ থেকে সম্প্রচার স্বত্বের অর্থ বাঁচানোর লক্ষ্য ক্রিকেট অস্ট্রেলিয়ারও। কিন্তু, তারপরও পুরো মৌসুমে রাজস্ব আয়ের টার্গেট পূরণ হবেনা কোনোভাবেই। অন্তত ৮০ মিলিয়ন ডলার ঘাটতি থাকবে বলে ধারণা করছে সিএ। যার প্রভাব পড়বে ২০২০-২১ মৌসুমেও।