News71.com
 Sports
 06 Jun 20, 12:39 PM
 713           
 0
 06 Jun 20, 12:39 PM

ফুটবল ॥ নিরপেক্ষ ভেন্যুতে হবে এএফসি কাপের বাকি ম্যাচ

ফুটবল ॥ নিরপেক্ষ ভেন্যুতে হবে এএফসি কাপের বাকি ম্যাচ

স্পোর্টস ডেস্কঃ করোনা পরিস্থিতি বিবেচনায় এএফসি কাপের বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের বিষয়ে মত দিয়েছে বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের ক্লাবগুলো। শুক্রবার দুপুরে এফসির সাথে ভার্চুয়াল সভা শেষে এমনটাই জানান বাফুফের সাধারণ সম্পাদক। ম্যাচ আয়োজনের আগে এএফসি আরো একটি ট্রান্সফার উইন্ডোর ব্যবস্থা করবে বলেও জানান তিনি।করোনা ভাইরাসের কারণে গেলো ১৮ মার্চ এএফসি কাপের খেলা স্থগিত করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন। এএফসি কাপের প্রথম পর্বের খেলা শুরু হয় ১১ মার্চ থেকে। এরপর ১৪ এপ্রিল দ্বিতীয় পর্বের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বব্যাপী কোভিড নাইন্টিন মহামারি রুপ নেয়ায় এখন পর্যন্ত স্থগিত রয়েছে এএফসি কাপের সবধরনের ফুটবল প্রতিযোগিতা।এএফসি কাপের বাকি ম্যাচগুলোর ভাগ্য নির্ধারণে শুক্রবার দুপুরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে ভার্চুয়াল সভা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। সভায় বাংলাদেশ,ভারত ও মালদ্বীপের ক্লাবগুলোর প্রতিনিধিদের পাশাপাশি দেশগুলোর ফুটবল ফেডারেশনের কর্তারা আলোচনায় যোগ দেন। যেখানে করোনা পরিস্থিতি বিবেচনায়, এএফসি কাপের বাকি ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের বিষয়ে মত দিয়েছে ক্লাবগুলো।এএফসির সাথে ভার্চুয়াল সভা শেষে এমনটাই জানান বাফুফের সাধারণ সম্পাদক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন