News71.com
 Sports
 01 Jun 20, 12:42 PM
 542           
 0
 01 Jun 20, 12:42 PM

পরিচ্ছন্নতাকর্মী পিটিয়ে আলোচনায় জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান॥

পরিচ্ছন্নতাকর্মী পিটিয়ে আলোচনায় জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান॥

স্পোর্টস ডেস্কঃ মাঠের পারফরমেন্স দিয়ে যতটা না আলোচিত হয়েছেন, তারচেয়ে বেশি সমালোচিত হয়েছেন মাঠের বাইরের কর্মকান্ডে! নারী কেলেঙ্কারি, দর্শক পেটানোর কারণে বহুবার পত্রিকার শিরোনাম হয়েছেন। ব্যাড বয় খ্যাত সাব্বির রহমানের দিকে এবার পরিচ্ছন্নতাকর্মী পেটানোর অভিযোগ উঠেছে! নিজ শহর রাজশাহী সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্নতাকর্মীকে পিছিয়েছেন বলে জানা গেছে। রোববার (৩১) মে বিকেল পৌনে পাঁচটার দিকে রাজশাহীর বেলদারপাড়ায় নিজ বাড়ির সামনে এই বিতর্কের জন্ম দেন সাব্বির। স্থানীয়রা জানান, সাব্বিরের বাড়ির সামনে ভ্যানে ময়লা তোলায় ব্যাস্ত ছিলেন রাসিকের বাদশা নামের এক পরিচ্ছন্নতাকর্মী। ঐ সময় সাব্বির গাড়ি করে বাড়িতে ঢুকছিলেন, কিন্তু আবর্জনাবাহী ভ্যানের কারণে ঢুকা সম্ভব হচ্ছিল না। এ সময় বাদশাকে ভ্যান সরাতে বলার পর একটু দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে যান বাংলাদেশ জাতীয় দলের এ ক্রিকেটার।

পরিচ্ছন্নতাকর্মী বাদশা বলেন, আমাদের কাজই তো ময়লা সরানো। ময়লা নিয়েই চলে যাবো। উত্তরে সাব্বির বলেন এটা কী তোর বাপের রাস্তা? এক পর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে, সাব্বির ঐ পরিচ্ছন্নতাকর্মীর গায়ে হাত তুলেন। এতে করে আশেপাশের মানুষ জড়ো হয়ে যান। তখন ঐ দিক দিয়ে পুলিশের টহল গাড়ি যাচ্ছিলো, তারা বিষয়টি দেখতে পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরিচ্ছন্নকর্মী বাদশা এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীমের কাছে নালিশ করলে তিনি বিষয়টি মীমাংসা করে দিবেন বলে আশ্বাস দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন