News71.com
 Sports
 31 May 20, 10:45 AM
 1058           
 0
 31 May 20, 10:45 AM

ক্রিকেট॥নিয়ম মেনে মাঠে ফিরতে চায় ইংল্যান্ড

ক্রিকেট॥নিয়ম মেনে মাঠে ফিরতে চায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ স্বাস্থ্য সুরক্ষার সব নিয়ম মেনে মাঠে ফিরতে চায় ইংল্যান্ড। ভেন্যুগুলোতে আইসোলেশন ইউনিটও তৈরি করছে দেশটির ক্রিকেট বোর্ড। ম্যাচ চলাকালীন করোনা পরীক্ষায় পজিটিভ হলে, বদলি ক্রিকেটার খেলানোর প্রক্রিয়া কি হবে, সে বিষয়ে জুলাইয়ের আগেই সিদ্ধান্ত নেবে আইসিসি। এমনটাই আশা ইসিবির স্পেশাল অপারেশন পরিচালকের।পরিকল্পনা ঠিকঠাক এগোলে জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে টানা সিরিজ খেলতে প্রস্তুতি নিতে শুরু করেছে থ্রি লায়নরা। ৫৫ জনের পুল গঠন করে শুরু করছে কন্ডিশনিং ক্যাম্পও।

তবে, ব্রিটিশ সরকারের নির্দেশনা মেনে ছোট ছোট গ্রুপে অনুশীলনের ব্যবস্থা রাখছে ইংল্যান্ড বোর্ড। কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে ঐ নির্দিষ্ট গ্রুপকে আইসোলেশনে রাখা হবে। সবকিছু পর্যবেক্ষণে রাখতে বেশ ঘাম ঝরাতে হবে ইসিবিকে। কিন্তু, তারপরও ঝুঁকি কমাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে চায় তারা। স্বাস্থ্য নিরাপত্তার এই 'বায়ো সিকিউর পরিবেশ' প্রক্রিয়ায় স্টেডিয়ামে আড়াইশ' জনের বেশি প্রবেশ করতে দেয়া হবেনা। থার্মাল স্ক্যানিং, স্যানিটাইজার ও পিপিই ব্যবহার নিশ্চিত করতে জাতীয় স্বাস্থ্য সংস্থার পাশাপাশি বাড়তি চাপ নিতে হবে ইংলিশ বোর্ডকেও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন