
স্পোর্টস ডেস্কঃ সংস্পর্শে গিয়ে অনুশীলন করার অনুমতি থাকলেও, নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই নিয়মিত অনুশীলন করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। রাহিম স্টার্লিং, লেরয় সানে, গুন্ডোগানরা অপেক্ষায় আছেন লিগে ফেরার।এদিকে, স্প্যানিশ লিগ সামনে রেখে রিয়াল মাদ্রিদও অনুশীলন করেছে। বার্সেলোনার চেয়ে মাত্র ২ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়ালের শিরোপার দৌড়ে টিকে থাকতে বাকি ম্যাচগুলোতে জেতা জরুরি বলে মনে করেন মিডফিল্ডার অ্যাসেনসিও।ইপিএল শুরুর তারিখ নিয়ে ধোয়াশা যেনো কাটছেই না। একবার ১২ জুন লিগ শুরুর সম্ভাব্য তারিখ দিয়ে আবার তা পিছিয়ে নেয়া হয়েছে ২৮ জুনে।