News71.com
 Sports
 26 May 20, 11:39 AM
 658           
 0
 26 May 20, 11:39 AM

টেনিস তারকা সেরেনাকে টপকে রেকর্ড গড়লেন ওসাকা॥

টেনিস তারকা সেরেনাকে টপকে রেকর্ড গড়লেন ওসাকা॥

স্পোর্টস ডেস্কঃ আয়ের দিক থেকে যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকে টপকে রেকর্ড গড়লেন জাপানের নাওমি ওসাকা। ফোর্বস সাময়িকীর হিসেবে ২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা নারী অ্যাথলেট ২টি গ্র্যান্ড স্লাম জয়ী ওসাকা। ২০২০ সালে ফোর্বসের ১০০ শীর্ষ আয়ের অ্যাথলেটের তালিকায় ওসাকা আছেন ২৯তম স্থানে। ৩৩তম স্থানে রয়েছেন সেরেনা। ফোর্বসের পূর্ণাঙ্গ তালিকা চলতি সপ্তাহে প্রকাশ করা হবে।

ফোর্বস আরও জানায়, গত ১২ মাসে প্রাইজমানি ও স্পন্সর চুক্তি থেকে ৩ কোটি ৭ লাখ পাউন্ড আয় করেছেন ওসাকা। আর গত ১২ মাসে প্রাইজমানি ও স্পন্সর চুক্তি থেকে ২ কোটি ৯৬ লাখ পাউন্ড আয় করেছেন ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা। সেরেনার চেয়ে ১১ লাখ পাউন্ড বেশি আয় ওসাকার। সেই সাথে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ আয়ের আগের রেকর্ডও ভেঙ্গেছেন ওসাকা-সেরেনা। ২০১৫ সালে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ আয়ের আগের রেকর্ড গড়েছিলেন রাশিয়ার হার্টথ্রব মারিয়া শারাপোভা। বছরে ২ কোটি ৪৪ লাখ পাউন্ড আয় করেছিলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন