News71.com
 Sports
 25 May 20, 11:32 AM
 496           
 0
 25 May 20, 11:32 AM

করোনার প্রভাবে ২০৩২ অলিম্পিকের বিডিং বন্ধ করলো অস্ট্রেলিয়া॥

করোনার প্রভাবে ২০৩২ অলিম্পিকের বিডিং বন্ধ করলো অস্ট্রেলিয়া॥

স্পোর্টস ডেস্কঃ ২০৩২ সালের অলিম্পিকের বিডিং বন্ধ করেছে অস্ট্রেলিয়া। উদ্ভূত করোনা পরিস্থিতিতে অলিম্পিকের বিডিং বাদ দিয়ে করোনা ভাইরাস নিধনেই বেশি মনোযোগী হতে চায় দেশটি।রয়টার্সের খবর অনুযায়ী, ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে শুক্রবার (২২ মে) কুইসল্যান্ড সরকার সরকারিভাবে ২০৩২ অলিম্পিকের বিডিং বন্ধ করেছে। উল্লেখ্য অস্ট্রেলিয়া ছাড়াও ইন্দোনেশিয়া ও সাউথ কোরিয়ার মত অনেক দেশও এই বিডিং এ অংশ নেয়। তবে এখনো বলা দুস্কর যে কোন দেশটিকে বেছে নেয় অলিম্পিক কমিটি। এদিকে ২০২১ সাল পর্যন্ত টোকিও অলিম্পিক স্থগিতের পর আরো চারটি ভেন্যু ঘোষণা করেছে অলিম্পিক কমিটি। এগুলো হলো ২০২২ সালে বেইজিং, ২০২৬ সালে ইটালি, ২০২৪ সালে প্যারিস, ও ২০২৪ সালে লসএঞ্জেলস। এর আগে অস্ট্রেলিয়া দুইবার আয়োজন করে গ্রীষ্মকালীন অলিম্পিকের। সর্বশেষ ২০০০ সালে সিডনিতে এবং এরও বহু আগে ১৯৫৬ সালে মেলবোর্নে অনুষ্ঠিত অলিম্পিকের আয়োজন করেছিল দেশটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন