
স্পোর্টস ডেস্কঃ নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। সিলেট এবং আওয়ামী লীগের এই প্রবীণ রাজনীতিবিদ শফিউল আলম চৌধুরী নাদেলের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করছে সিলেটের একটি জনপ্রিয় অনলাইন নিউজ ভয়েস অব সিলেট।
ভয়েস অব সিলেটের বরাত দিয়ে জানা যায়, গত পরশু দিন পর্যন্তও তিনি বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করেন। গত কয়েকদিন দিন ধরে জ্বর আসার কারণে তিনি নমুনা জমা দেন। গতকাল (বৃহস্পতিবার) রাতে সেই নমুনার রিপোর্ট আসে এবং জানা যায় যে সেই রিপোর্ট পজিটিভ। শফিউল আলম চৌধুরী নাদেল জানান তিনি মোটামুটি সুস্থ আছেন।