News71.com
 Sports
 19 May 20, 11:53 AM
 636           
 0
 19 May 20, 11:53 AM

কতারিয়ারের শুরুতে একটি সেঞ্চুরিতেই আমি আত্মবিশ্বাস পেয়েছি॥ ক্রিকেটার বিরাট কোহলি

কতারিয়ারের শুরুতে একটি সেঞ্চুরিতেই আমি আত্মবিশ্বাস পেয়েছি॥ ক্রিকেটার বিরাট কোহলি

স্পোর্টস ডেস্কঃ বিরাট কোহলি বর্তমানের অন্যতম সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট জয় করে জানান দিয়েছিলেন নিজের আগমনী বার্তা। তবে আন্তর্জাতিক ক্যারিয়ার স্বপ্নের মতো শুরু হয়নি। একটি সিরিজ খেলেই দল থেকে বাদ পড়েন। তবে দ্বিতীয়বার সুযোগ পেলে একটি সেঞ্চুরি বদলে দিয়েছে কোহলিকে। যার কারণেই আজকে বোলাররে জন্য চিন্তার নাম তিনি।সোমবার (মে ১৮) রাতে তামিম ইকবালের আমন্ত্রনে ফেসবুক লাইভে এসেছিলেন ভারতীয় অধিনায়ক। এখানেই বলেছেন নিজেকে বদলে যাওয়ার গল্প। তার ক্যারিয়ারটা কিভাবে পরিবর্তন করেছেন, কোথায় পেলেন আত্মবিশ্বাস, সবই জানিয়েছেন কোহলি।

কোহলি বলেন, ‘আমি মনে করি আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসেন তখন সবার মনেই সন্দেহ থাকে যে, কিভাবে ক্যারিয়ার তৈরি করবো, কিভাবে সামনে আগাবো। আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর একটি সিরিজ খেলেই আমি কিছুদিনের জন্য দলের বাহিরে ছিটকে গিয়েছিলাম। এরপর ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার সুযোগ পেয়েছিলাম। তখন কয়েকটা ম্যাচ ভালো খেলেছিলাম, ম্যাচ সেরা হয়েছিলাম ওখান থেকেই আত্মবিশ্বাস তৈরি হয়। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে যখন প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলাম, ওই সেঞ্চুরি পরই আমার মনে অত্মবিশ্বাস বেড়েছে যে, না আমি এটা করতে পারব, জাতীয় দলের জন্য লম্বা সময়ের জন্য খেলতে পারবো।’

তবে কোহলি মনে করে জাতীয় দলে ক্যারিয়ার লম্বা করতে হলে সবার আগে প্রয়োজন আত্মবিশ্বাস। আর এজন্য দরকার মানসিকভাবে প্রস্তুতি নেওয়া। তাই তরুণ ক্রিকেটারদের মানসিকভাবে শক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন কোহলি।ভারতীয় অধিনায়ক বলেন, এজন্য পুরোপুরি মানসিকভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। যারা নতুন আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছে তাদের আমি সবসময় বলি যে তুমি যখন মাঠে খেলতে নামবা তখন এটা চিন্তা করার দরকার নাই যে আপনার সামনে যারা রয়েছে তারা দেড়শ-দুইশ ম্যাচ খেলেছে, এটা ভাববার কোনো বিষয় না। তুমি যদি মানসিকভাবে প্রস্তুত থাকো তুমি ওই দিনই ভালো খেলবা, ম্যাচও জেতাতে পারবা, দুটো ম্যাচ খেলেছো তিনটা ম্যাচ খেলেছো এটা বিয়য় না।' তিনি আরও বলেন, ‘এটার ভাববার দরকার নেই যে অভিজ্ঞ ব্যাটসম্যান আউট হয়ে গেছে তো আমি কি করবো আমি কি পারবো নাকি। অভিজ্ঞরা পারেনি তো কি হয়েছে, তোমার আত্মবিশ্বাস আছে তুমি পারবা। এটা তোমার জন্য এটা বড় সুযোগ। তোমার আত্মবিশ্বাস থাকলে তুমি ইতিবাচক হিসেবে দেখবা অন্যরা নেতিবাচক ভাবেই দেখবে। এতেই পারফরম্যান্স সবার থেকে আলাদা হবে। যেকোনো পরিস্থিতিতেই ম্যাচ জেতানোর মতোর পারফরম্যান্স করা যাবে, দরকার শুধু আত্মবিশ্বাসটা জরুরি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন