
স্পোর্টস ডেস্কঃ নিজেদেরকে ফিট রাখতে কোচদের নির্দেশনা মেনে সর্বোচ্চ চেষ্টা করছেন ফুটবলাররা। জানিয়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ক্যাসেমিরো। ব্যক্তিগত পর্যায়ে হলেও, অনুশীলন শুরু হওয়ায় সন্তুষ্ট বার্সেলোনা মিডফিল্ডার সার্জি রবার্তো। শনিবার অনুশীলনে ফিরেছে অ্যাতলেটিকো মাদ্রিদ, অ্যাথলেটিক বিলবাও ও রিয়াল বেটিসও।করোনা আতঙ্কের মাঝে মাঠে গড়িয়েছে বুন্দেসলিগা। স্প্যানিশ লা লিগাও মাঠে গড়ানোর অপেক্ষা। একে একে অনুশীলনে ফিরতে শুরু করেছে ক্লাবগুলো। বার্সেলোনার পর, আলাদা আলাদা ভাবে অনুশীলন শুরু করেছেন রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদের ফুটবলাররাও। এখনো দলগত অনুশীলন শুরু হয়নি, নিয়ম মেনে, দূরত্ব বজায় রেখে, আলাদা আলাদা করে অনুশীলন করছেন সব দলের খেলোয়াড়রাই। তারপরও শেষমেশ মাঠে ফেরা হবে এই রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে সবাইকেই।ক্যাসেমিরো বলেন, কোচরা যেভাবে নির্দেশনা দিচ্ছেন সে হিসেবেই আমরা অনুশীলন করছি। দলের সবার সঙ্গে অনুশীলনের মজা অন্যরকম। তবে যেভাবে এখন করছি তাতেও আমরা সন্তুষ্ট। আশা করছি, শীঘ্রই আমরা খেলতে নামতে পারবো।রবার্তো বলেন, এক সপ্তাহ তো ভালোভাবেই হলো। মাঠে ফিরতে পেরে আমরা সবাই সন্তুষ্ট। ঘরে থেকেই নিজেদেরকে ফিট রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে গেছি। কারণ সবাই জানি, যে কোন দিন আমাদেরকে মাঠে নামতে হবে।