News71.com
 Sports
 17 May 20, 11:23 AM
 541           
 0
 17 May 20, 11:23 AM

করোনার মধ্যে অস্ট্রেলিয়ায় দল পাঠাতে রাজি নয় ভারত॥

করোনার মধ্যে অস্ট্রেলিয়ায় দল পাঠাতে রাজি নয় ভারত॥

স্পোর্টস ডেস্কঃ চলমান পরিস্থিতিতে ৫ ম্যাচ টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ায় দল পাঠাতে আগ্রহী নন বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ আয়োজনে উদগ্রীব ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। প্রয়োজনে ক্যারিবীয়দের জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতেও প্রস্তুত ইসিবি।ক্রিকেটের ভবিষ্যত কি? লোকসান এখনো আছে সহনীয়ই। কিন্তু, এরপর? কতোদিন মাঠ থেকে খেলা সরিয়ে রাখা সম্ভব? কতোদিন ক্রিকেটার ও স্টাফদের বসিয়ে বসিয়ে বেতন দিতে পারবে বোর্ডগুলো? দুশ্চিন্তার ভাঁজ বড় হচ্ছে বিশ্বের ধনী বোর্ডগুলোর কর্তাদের কপালেও। আর্থিকভাবে লাভবান হওয়া যায়, এমন সিরিজ বা টুর্নামেন্ট আয়োজনই এখন মূল লক্ষ্য। নিজ নিজ স্বার্থ হাসিলে অন্য দল বা পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চালাচ্ছে সবাই।টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শঙ্কা বাড়ছে। ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে তাই আরো মনোযোগী ক্রিকেট অস্ট্রেলিয়া।নভেম্বরে চার টেস্টের সিরিজ খেলতে সফরে যাওয়ার কথা টিম ইন্ডিয়ার। যদিও কোহলিদের যতোটা বেশি সময় সম্ভব দেশে রাখতে চাইছে অজিরা। তাই নভেম্বর-ডিসেম্বরের বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজটি ৫ ম্যাচের করতেও অনুরোধ জানিয়েছে তারা। যদিও এতো দীর্ঘ সময় সফরে আপত্তি আছে বিসিসিআইয়ের।সৌরভ গাঙ্গুলি বলেন, বিসিসিআই আমার মনে হয়না, পাঁচ টেস্টের সিরিজ খেলা সমীচীন হবে। টেস্টের পাশাপাশি সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা থাকবে। তারওপর ১৪ দিনের কোয়ারেন্টিনের বিষয়টিও মাথায় রাখতে হবে। সফর আরো দীর্ঘ করার কোনো যৌক্তিকতা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন