News71.com
 Sports
 16 May 20, 11:03 AM
 553           
 0
 16 May 20, 11:03 AM

ক্ষতি পোষাতে লোন দেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি॥

ক্ষতি পোষাতে লোন দেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি॥

স্পোর্টস ডেস্কঃ করোনা ভাইরাসের কারনে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক্সের ক্ষতি পুষিয়ে নিতে ৮০০ মিলিয়ন মার্কিন ডলার লোন দেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এমন ঘোষণা দিয়েছেন আইওসি সভাপতি থমাস বাখ। তিনি জানান ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ থাকবে আয়োজক দেশ জাপানের জন্য। আর বকি অর্থ ভাগ করে দেয়া ন্যাশনাল অলিম্পিক কমিটিগুলোর মধ্যে।সবই ছিলো ঠিকঠাক। আয়োজক জাপান প্রস্তুতি শেষ করেছিলো শতভাগ। ট্র্যাক এন্ড ফিল্ডের অ্যাথলিটদেরও ঘসা-মাজাটা ছিলো শেষের দিকে। টিকটক টিকটক করে চলছিলো ৩২ তম আসরের কাউন্ট ডাউন। তবে বাধ সাধলো ছোট্ট একটি অনুজীব। আর তাতেই স্থবির সব কিছু। বলছি টোকিও অলিম্পিক্স'র ভাগ্য বিড়ম্বনার কথা!গেমস স্থগিত হয়েছে, নতুন করে আবার তারিখও নির্ধারণ হয়েছে। সবই পুরোনো কথা। কিন্তু এই স্থগিতাদেশের ফলে সার্বিক ভাবে যে আর্থিক ক্ষতি হয়েছে তা প্রতিনিয়ত জন্ম দিচ্ছে নতুন খবর। স্বাগতিক জাপান গুনছে বিশাল অঙ্কের লস। বাদ পড়ছে না অংশ নেয়া দেশগুলোর অলিম্পিক কমিটিও। সব ভেবেই এবার তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন