News71.com
 Sports
 14 May 20, 11:20 AM
 714           
 0
 14 May 20, 11:20 AM

বাংলাদেশের দর্শক অস্ট্রেলিয়ানদের চেয়ে অনেক ভাল॥ আফ্রিকান ক্রিকেটের সাবেক অধিনায়ক ডু প্লেসি

বাংলাদেশের দর্শক অস্ট্রেলিয়ানদের চেয়ে অনেক ভাল॥ আফ্রিকান ক্রিকেটের সাবেক অধিনায়ক ডু প্লেসি

স্পোর্টস ডেস্কঃ করোনা ভাইরাসের প্রকোপের কারণে, চলতি বছরের বিশ্ব টি-টোয়েন্টি নিয়ে সন্দিহান দক্ষিণ আফ্রিকান সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। তবে, অবস্থার উন্নতি হলে সময় পরিবর্তন করে বিশ্ব আসর আয়োজন করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ইউটিউবে ভিডিও আড্ডায় এসব বলেন ফাফ। এসময় নিজেদের ক্যারিয়ারের নানা দিক এবং আইপিএল-বিপিএলের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়েও কথা বলেন তারা।করোনা আটকে রেখেছে পুরো বিশ্বকে। দেশ থেকে দেশে, সবাই বন্দী লকডাউনে। সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রিকেটার, কারোই উপায় নেই ঘরের বাইরে আসার। এই সুযোগটাকে এবার দুর্দান্ত ভাবে কাজে লাগাচ্ছেন বান্মগ্লাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

দেশীয় তারকা ক্রিকেটারদের পর, এবার তার ইউটিউব চ্যানেলে আড্ডায় মাতেন দক্ষিণ আফ্রিকান সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসির সঙ্গে। যেখানে, এক মোহনায় এসে মিলে যায় দুজনেরই চিন্তা। ফাফ বলেন, রমজানের শুভেচ্ছা। দক্ষিণ আফ্রিকাতেও লক ডাউন চলছে। অর্থনীতি ভেঙে পড়েছে। প্রচুর মানুষ না খেয়ে আছে। আমাদের আমদানি-রপ্তানি সব বন্ধ হয়ে আছে। আমাদের এখানেও প্রচুর মানুষ দিন আনে দিন খায়। তাই তারা সবাই খুব বিপদে আছে। আমরা চেষ্টা করছি আমাদের স্যালারির কিছু অংশ তাদের জন্য দান করতে।বাংলাদেশের ক্রিকেট এবং দর্শক নিয়েও কথা বলেন ডু প্লেসি। এসময় প্রশংসাই ঝড়ে প্রোটিয়া সাবেক অধিনায়কের কণ্ঠে। এমনকি নিজের অধিনায়কত্বের সময়কাল নিয়েও মন্তব্য করেন তিনি।

ফাফ বলেন, একটা সময় বাংলাদেশ দু তিনজন ক্রিকেটারের ওপর নির্ভরশীল ছিলো। এখন তোমরা অনেক বদলে গেছো। অনেক ভালো ভালো ক্রিকেটার এসেছে তোমাদের। স্পিনার সবসময়ই ভালো ছিলো তোমাদের। এখন পেসাররাও দুর্দান্ত। এই বিশ্বকাপে তোমরা নিজেদের জাত চিনিয়েছো। সাকিব আল হাসান তোমাদের সবচেয়ে বড় তারকা। সে খুবই স্পেশাল। তোমাদের দশর্করাও দুর্দান্ত। অন্তত অস্ট্রেলিয়ানদের চেয়ে অনেক ভালো। অধিনায়কত্ব করার সময় আমি সবসময় সিনিয়র খেলোয়াড়দের সাহায্য পেয়েছি। লিডার গ্রুপের সবাই আমার কাজটা অনেক সহজ করে দিয়েছিলো। আমরা যে পরিকল্পনা করতাম, সেটা মাঠে সবাই মিলে এক্সিজিউট করার চেষ্টা করতাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন