News71.com
 Sports
 13 May 20, 05:41 PM
 575           
 0
 13 May 20, 05:41 PM

ভুয়া বিডিংয়ের কারণে মুশফিকের ব্যাটের নিলাম স্থগিত॥

ভুয়া বিডিংয়ের কারণে মুশফিকের ব্যাটের নিলাম স্থগিত॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে বিপাকে পড়া অসহায় মানুষদের সাহায্যার্থে নিজের ডাবল সেঞ্চুরিতে ব্যবহৃত ব্যাটটি নিলামে উঠিয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু অগণিত ভুয়া বিডিংয়ের কারণে সেই ব্যাটের নিলাম সাময়িকভাবে স্থগিত করেছে আয়োজকরা। মুশফিক তাঁর ঐতিহাসিক সেই ব্যাটটি নিবকোর সহায়তায় ই-কমার্স সাইট পিকাবু ডটকমের মাধ্যমে চলতি সপ্তাহের শুরুতে নিলামে উঠিয়েছিলেন। কিন্তু ভুয়া বিডিংয়ের কারণ দেখিয়ে মঙ্গলবার (১২ মে) তা স্থগিত করা হয়। নিবকো ও পিকাবুর কর্মকর্তারা জানান, তারা কিছু সন্দেহজনক বিডের পরে প্রক্রিয়াটি সাময়িকভাবে স্থগিত করেছে। মঙ্গলবার অবধি ৫৩ টি বিড হয়েছে এবং ব্যাটের দাম ৪১ লক্ষ টাকা ছাড়িয়েছে।

নিবকোর এক কর্মকর্তা জানান, ‘এটি অস্বাভাবিক। আমরা দেখেছি কিছু জাল বিডার কৃত্রিমভাবে দাম বাড়াতে এই প্রক্রিয়াটি পরিচালনা করেছে। আমরা একবারে ১০ হাজার টাকা করে দাম বাড়ানোর অনুমতি দিয়েছি। তবে কিছু লোক একসাথে ৮০,০০০ টাকা দাম বাড়িয়েছিল। আমরা আশঙ্কা করছি এটি প্রকৃত দরদাতাদের নিরুৎসাহিত করবে।’ পিকাবুর প্রধান নির্বাহী মরিন তালুকদার বলেন, ‘আমাদের কাছে টোকেন অর্থ বা সুরক্ষা জমা দেওয়ার বিকল্প নেই। এটি একটি উন্মুক্ত বিড ছিল। আমরা এখন এটি কিছু সময়ের জন্য স্থগিত রেখেছি যাতে আমরা আগ্রহী বিডারদের আলাদা করতে পারি।' মুশফিকের ব্যাটের বিডিংটি ১৪ মে শেষ হওয়ার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন