News71.com
 Sports
 11 May 20, 10:53 AM
 811           
 0
 11 May 20, 10:53 AM

করোনায় আক্রান্ত হলেন জার্মান ক্লাব ড্রেসডেনের দুই ফুটবলার॥

করোনায় আক্রান্ত হলেন জার্মান ক্লাব ড্রেসডেনের দুই ফুটবলার॥

স্পোর্টস ডেস্কঃ এবার করোনা আক্রান্ত হলো জার্মান ক্লাব ড্রেসডেন ডায়নামোর দুই ফুটবলার। তাই ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে পুরো দলকে। ফলে আবারো শঙ্কা তৈরি হলো জার্মান লিগ মাঠে গড়ানো নিয়ে। অন্যদিকে, ইতালিয়ান জায়ান্ট এসি মিলান নিশ্চিত করেছে, কোন করোনা আক্রান্ত ফুটবলার নেই তাদের দলে। এদিকে, লিভারপুল তারকা ভার্জিল ভ্যান ডাইক লকডাউনে থেকে অবসরে না গিয়েও পাচ্ছেন তার স্বাদ। জার্মানে শিথিল হয়েছে লকডাউন। শুরু হতে যাচ্ছে দেশটির ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বুন্দেসলিগাসহ ফুটবলের অন্যান্য লিগগুলো। কিন্তু এরই মধ্যে দু;সংবাদ পেলো লিগের দ্বিতীয় বিভাগের ক্লাব ড্রেসডেন ডায়নামো। ক্লাবটির দু'জন ফুটবলারের দেহে পাওয়া গেছে করোনা ভাইরাস। ফলে নতুন করে শঙ্কা তৈরি হলো লিগ শুরু নিয়ে।

লিগ সামনে রেখে অনুশীলন শুরু করেছিলো ড্রেসডেন। তাই আর কারা কারা সংক্রমিত হয়েছে তা পুরোপুরি নিশ্চিত নয় ক্লাব কর্তৃপক্ষ। এ কারণেই পুরো দলকে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবটি তাদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে লোকাল অথরেটির নির্দেশেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। সূচী অনুযায়ী লকডাউনের পর প্রথম ১৭ মে হ্যানোভার এর বিপক্ষে ম্যাচে মাঠে নামার কথা ছিলো ড্রেসডেনের। যা এখন আর সম্ভব নয়। বুন্দেসলিগা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে একবারে বটমে আছে ড্রেসডেন ডায়নামো। মে'র শেষে আবারো মাঠে গড়ানোর কথা ইতালিয়ান ফুটবল লিগ সিরি'আর। এরই মধ্যে অনুশীলন শুরু করেছে ক্লাবগুলো। য়্যুভেন্তাসসহ বেশ কয়েকটি ক্লাবের কয়েকজন ফুটবলার আক্রান্ত হয়েছেন কভিড-১৯ এ। অনেকেই আবার সেরেও উঠেছেন। সম্প্রীতি এসি মিলান প্রেসিডেন্ট পাওলো স্ক্যারোনির এক মন্তব্যে উঠে আসে ক্লাবটির বেশ কয়েকজন ফুটবলারের করোনা আক্রাতের কথা। যারা কোয়ারেন্টিনে আছেন। তাই শঙ্কা জেগেছিলো ক্লাবটির ভক্তদের মনে। কিন্তু এবার সব শঙ্কা কাটিয়ে এসি মিলানের পক্ষ থেকেই নিশ্চিত করা হলো বর্তমানে কোন ফুটবলার কিংবা টেকনিকাল স্টাফই করোনা আক্রান্ত নয়। যারা ফিরেছেন তারা সবাই সুস্থ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন