News71.com
 Sports
 08 May 20, 10:25 PM
 569           
 0
 08 May 20, 10:25 PM

করোনার প্রভাব॥ আন্তর্জাতিক ফুটবলের নিয়মে বদল আনল ফিফা

করোনার প্রভাব॥ আন্তর্জাতিক ফুটবলের নিয়মে বদল আনল ফিফা

স্পোর্টস ডেস্ক: করোনা পরবর্তী ফুটবলে নতুন কিছু নিয়ম যুক্ত হতে যাচ্ছে বলে কয়েকদিন থেকেই শোনা যাচ্ছে। এবার সেগুলো বাস্তবে রূপান্তরিত হতে যাচ্ছে। ফিফার নতুন নিয়ম অনুসারে, প্রতি দল পাঁচজন করে বদলি খেলোয়াড় নামানোর সুযোগ পাবে। এর আগে ফুটবলে প্রতি দল তিনজন করে বদলি খেলোয়াড় নামানোর সুযোগ পেতো। কিন্তু করোনা ভাইরাসের কারণে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে দুজন বাড়তি বদলি খেলোয়াড় নামতে পারবে। এই নিয়ম মৌসুমের বাকি সময়ের জন্য ক্লাব পর্যায়ের সকল খেলার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
শুক্রবার (০৮ মে) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।


তবে এই নিয়ম অস্থায়ী ভিত্তিতে চালু করা হবে।খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে ফিফা'র পক্ষ থেকে এই প্রস্তাব তোলা হয়েছিল। আর তা অনুমোদন করেছে ফিফার আইন প্রণেতাদের সংগঠন আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।নতুন এই নিয়ম শুধুমাত্র চলতি বছরে শেষ হতে চলা টুর্নামেন্টগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ যেসব টুর্নামেন্ট এখনও শেষ হওয়া বাকি সেগুলোকেই শুধু ধর্তব্যের মধ্যে আনা হবে। তবে এই নিয়ম মানা বাধ্যতামূলক নয়। প্রত্যেক টুর্নামেন্ট আয়োজক কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে।এছাড়া বর্তমানে যেসব টুর্নামেন্টে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেটাও আপাতত বন্ধ রাখার সুযোগ দেওয়া হচ্ছে। তবে এ ব্যাপারের বিস্তারিত কিছু ফিফা'র বিবৃতিতে বলা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন