News71.com
 Sports
 08 May 20, 10:40 AM
 549           
 0
 08 May 20, 10:40 AM

টেলিকনফারেন্সে নির্ধারিত হবে T20 ক্রিকেট বিশ্বকাপের ভাগ্য॥

টেলিকনফারেন্সে নির্ধারিত হবে T20 ক্রিকেট বিশ্বকাপের ভাগ্য॥

স্পোর্টস ডেস্কঃ শুক্রবার টেলিকনফারেন্সে নির্ধারণ হতে পারে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। বিশ্বকাপ নিয়ে বিভিন্ন বোর্ড সিইওদের সাথে সভায় বসবেন আইসিসি সিইও। এদিকে, থুথু বা লালার বিকল্প হিসেবে বলের ওজন বাড়ানোর প্রস্তাব দিলেন সাবেক অজি স্পিনার শেন ওয়ার্ন। এমসিসি ক্রিকেট কমিটির সভাপতির মেয়াদে আরো এক বছর থাকছেন লঙ্কান গ্রেট কুমান সাঙ্গাকারা।করোনার প্রভাবে এলোমেলো সব সূচি। নির্ধারিত সব সিরিজ হয়েছে স্থগিত। ঝুলে আছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। এখনো স্থগিত না হলেও, পূর্বনির্ধারিত তারিখে হবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা।গেলো ২৩ এপ্রিল বিভিন্ন বোর্ডের সিইওদের সাথে টেলিকনফারেন্সে সভায় বসে ছিল আইসিসি। মূলত স্থগিত সিরিজ এবং কিভাবে খেলা শুরু করা যায় এ বিষয় নিয়ে আলোচনা করা হয়।আবারো অনলাইনে সভায় বসতে যাচ্ছে আইসিসির প্রধান নির্বাহী। এবার এজেন্ডা টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসি'র পাশাপাশি নির্ভর করছে অস্ট্রেলিয়া সরকারের সিদ্ধান্তও। ইভেন্টটি সঠিক ভাবে আয়োজন করতে আইসিসি, ক্রিকেট অস্ট্রেলিয়ার পাশাপাশি অষ্ট্রেলিয়া সরকারও কাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন