News71.com
 Sports
 07 May 20, 10:33 PM
 614           
 0
 07 May 20, 10:33 PM

এক হাজার দুস্থ ক্রীড়াবিদের পাশে দাঁড়াচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়॥

এক হাজার দুস্থ ক্রীড়াবিদের পাশে দাঁড়াচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়॥

স্পোর্টস ডেস্কঃ সমাজের অন্যান্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনের অনেক মানুষ করোনাভাইরাস দুর্যোগে ক্ষতিগ্রস্ত। বিশেষ করে অসহায় ক্রীড়াবিদরা। বিভিন্ন ব্যক্তি ও ফেডারেশন নিজের মতো করে অসহায় ক্রীড়াবিদদের সহায়তা করে আসছে। এবার সরকার এগিয়ে এসেছে অসহায় ক্রীড়াবিদদের তালিকা করে তাদের পাশে দাঁড়ানোর জন্য। করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ক্রীড়াবিদদের কীভাবে সহযোগিতা করা যায়, সে লক্ষ্য নির্ধারণের জন্য বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে সভায় বসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। সেখানে সিদ্ধান্ত হয়েছে, প্রাথমিকভাবে ২৭ ফেডারেশনের এক হাজার ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে দেয়া হবে।

দ্বিতীয় সভাশেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'পুরো বিশ্ব আজ স্থবির। একসঙ্গে এত মানুষ ঘরবন্দি এমন দুর্যোগ বিশ্ববাসী আগে দেখেছে কিনা, সেটা আমার জানা নেই। এই দুর্যোগে সব মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্রীড়াঙ্গন তার বাইরে নয়। ভাইরাসটি এমন সময় আক্রমণ করেছে, যখন সব ধরনের খেলা চলছিল। বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু খেলা, যেগুলো থেকে খেলোয়াড়দের বছরের একটা আয়ের উৎস। খেলা বন্ধ হওয়ার কারণে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন