News71.com
 Sports
 05 May 20, 06:19 PM
 608           
 0
 05 May 20, 06:19 PM

ক্রিকেটে থুতু ও ঘামের বদলে আসছে মোমের প্রলেপ॥

ক্রিকেটে থুতু ও ঘামের বদলে আসছে মোমের প্রলেপ॥

স্পোর্টস ডেস্কঃ করোনা–পরবর্তী সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরই জোর দেবে গোটা বিশ্ব। খেলাধুলাও এর ব্যতিক্রম নয়। এরই মধ্যে শুরু হয়ে গেছে চিন্তা–ভাবনাও। করোনার প্রকোপ কমার পর যখন খেলাধুলা মাঠে গড়াবে তখন ক্রীড়াবিদদের মেনে চলতে হবে অনেক বিধিনিষেধই। পরিবর্তন আনতে হবে দীর্ঘদিন ধরে চলে আসা অনেক অভ্যাসে। ক্রিকেটেই তো বল চকচকে করার জন্য তাতে থুতু ও ঘাম মাখানোর ব্যাপারটি পুরোনো এক রীতি। আইসিসি এ ব্যাপারটিই বন্ধ করে দেওয়ার কথা ভাবছে। বলে থুতু লাগানো এমনিতেই অস্বাস্থ্যকর। কিন্তু অনেক ক্রিকেটারই মনে করেন অস্বাস্থ্যকর হলেও এটি বোলারদের বল সুইং করানোর সবচেয়ে কার্যকরী উপায়। এটি নিষিদ্ধ হয়ে গেলে ক্রিকেটের সুইং–শিল্পই ক্ষতিগ্রস্ত হবে। মাঠে বল–ব্যাটের ভারসাম্য হারিয়ে যাবে। ব্যাটসম্যানরা পেয়ে যাবে বাড়তি সুবিধা।

থুতু ও ঘামের ব্যবহার নিয়ে ক্রিকেট দুনিয়ায় যখন তোলপাড়, তখন নীরবেই এর বিকল্প তৈরির পথে অনেকদূর এগিয়ে গেছে ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতিকারী প্রতিষ্ঠান কোকাবুরা। অস্ট্রেলীয় এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে থুতু ও ঘামের বিকল্প হিসেবে এক ধরনের মোমের তৈরি প্রলেপ উৎপাদন করতে চলেছে, যেটি বল চকচকে রাখতে থুতু ও ঘামের বিকল্প হিসেবে কাজে লাগবে। কোকাবুরার ব্যবস্থাপনা পরিচালক ব্রেট ইলিয়ট বিষয়টি নিশ্চিত করেছেন, 'ক্রিকেট মাঠে বল চকচকে রাখার দীর্ঘদিনের উপায় থুতু ও থামের বিকল্প উদ্ভাবনে আমরা গবেষণা চালিয়েছি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা থুতু ও ঘামের বিকল্প হিসেবে মোমের তৈরি এক ধরনের প্রলেপের উৎপাদন শুরু করতে যাচ্ছি।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন