News71.com
 Sports
 05 May 20, 10:42 AM
 610           
 0
 05 May 20, 10:42 AM

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে মরিয়া অস্ট্রেলিয়া॥

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে মরিয়া অস্ট্রেলিয়া॥

স্পোর্টস ডেস্কঃ এবছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর সম্ভাবনা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। তবে, কোভিড নাইন্টিন মহামারি ব্যবস্থাপনায় বিচক্ষণতার পরিচয় দেয়া দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। তাই দেশটিতে বিশ্বকাপের মতো মেগা আসর ২০২১ সালে আয়োজনের আলোচনা গ্রহণযোগ্যতা পাচ্ছে।এমনিতেই ভারত দলের সফর পিছিয়ে গেলে ৩০০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার লোকসান গুনতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। তাই বিশ্বকাপ আয়োজনে মরিয়া তারা। যদিও আগস্টের আগে আসবেনা চূড়ান্ত সিদ্ধান্ত। মোটা অঙ্কের অর্থনৈতিক ক্ষতি ঠেকানোর পরিকল্পনা সাজাতে সরকারের সঙ্গে বোর্ডের আলোচনা চলছে নিয়মিত। কিন্তু, স্বাস্থ্যঝুঁকির মাঝে খেলা শুরু নিয়ে দোটানায় দু'পক্ষই।দেশটির ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলব্যাক বলেন, বিশ্বকাপ যথাসময়ে মাঠে গড়ালে ভালো। তবে, এই মুহূর্তে এতোগুলো দলকে এখানে আনা কঠিন হবে।

তার চেয়েও কঠিন হবে দর্শক ব্যবস্থাপনা। এমন ইভেন্টে গোটা ক্রিকেট বিশ্বেরই নজর থাকবে। দর্শকপূর্ণ আর দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার চিত্র একেবারেই আলাদা। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে টুর্নামেন্টটা চালিয়ে নেয়া যায় কি না, সেটা নিয়ে ভাবছি আমরা।জাতীয় রাগবি লিগের প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে রোববার নিউজিল্যান্ডের ওয়ারিয়র্স দল নিউ সাউথ ওয়েলসে পৌঁছেছে। এ ঘটনায় মাঠে ক্রিকেট ফেরানোর পক্ষে যুক্তি আরো শক্ত হচ্ছে অজি নীতি নির্ধারকদের। কিন্তু, ভিন্নমত ইংলিশ ক্রিকেটার জেসন রয়ের। এমনিতে মাঠে ফিরতে তর সইছেনা এই ব্যাটসম্যানের। কিন্তু, এমন হযবরল অবস্থার মাঝে বিশ্ব আসর আয়োজনের পক্ষে নন তিনি।জেসন রয় বলেন, ক্রিকেটাররা যদি ঠিকভাবে প্রস্তুতি নিতে না পারে, তাহলে ওয়ার্ল্ডকাপ স্থগিত করাই সমীচীন হবে। কিন্তু, খেলাটা যেহেতু আমাদের পেশা, তাই যদি বলা হয় সপ্তাহ তিনেক অনুশীলন করো আর বিশ্বকাপে খেলো, তাহলে অবশ্যই সেভাবে প্রস্তুতি নেবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন