News71.com
 Sports
 04 May 20, 10:43 AM
 613           
 0
 04 May 20, 10:43 AM

ইফতার ও সেহরির জন্য ৮৫ লাখ টাকা দান করলেন ফুটবল সুপারষ্টার ওজিল॥

ইফতার ও সেহরির জন্য ৮৫ লাখ টাকা দান করলেন ফুটবল সুপারষ্টার ওজিল॥

স্পোর্টস ডেস্কঃ মহামারী করোনার এই সংকটে পবিত্র রমজান মাসে অসহায় পরিবারের পাশে দাঁড়াতে ১ লাখ ১ হাজার ডলার দান করলেন আর্সেনালের জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৮৫ লাখ টাকা।তুরস্কের রেড ক্রিসেন্টের মাধ্যমে এই অর্থ সাহায্য পাঠিয়েছেন ওজিল। দেশটির আন্দেলো এজেন্সি জানিয়েছে, এই অর্থ মুসলিম তিন দেশে ব্যয় করা হবে ইফতার ও সেহরির জন্য। ওজিলের দেওয়া টাকার মাধ্যমে তুরস্কের ১৬ হাজার মানুষের ইফতারের ব্যবস্থা হবে রমজান মাসব্যাপী।এ ছাড়া তুরস্ক ও সিরিয়ার ২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হবে। সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ৯০ হাজার ইফতার প্যাকেজ বণ্টন করা হবে দরিদ্র ও অসহায় মানুষদের মধ্য।তুরস্কের রেড ক্রিসেন্ট প্রধান করিম কিনিক এমন মহৎ কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন আর্সেনাল তারকাকে। তিনি বলেন, ‘আমাদের ভাই ওজিলের দেয়া এই সাহায্য আমরা যত দ্রুত সম্ভব মানুষের কাছে পৌঁছে দেব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন