News71.com
 Sports
 04 May 20, 10:40 AM
 627           
 0
 04 May 20, 10:40 AM

ক্লাবগুলোর কর্মচারীদের সাহায্যে এগিয়ে এল বিসিবি॥

ক্লাবগুলোর কর্মচারীদের সাহায্যে এগিয়ে এল বিসিবি॥

স্পোর্টস ডেস্কঃ বিভিন্ন ক্লাবের কর্মচারীদের সাহায্যার্থে এগিয়ে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের তত্ত্বাবধানে থাকা ক্লাবগুলোর কর্মচারীদের জন্য খাদ্য দ্রব্য বিতরণ করেন তারা।করোনা ভাইরাসের বিস্তারের প্রভাবে প্রথমে ১৬ মার্চ স্থগিত করা হয় ঢাকা প্রিমিয়ার লিগ। ১৬ এপ্রিল অনির্দিষ্ট কালের জন্য ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত করে সিসিডিএম। তাই এখন অনিশ্চিত ডিপিএল মাঠে গড়ানো।এমতাবস্থায় বিভিন্ন ক্লাবগুলোতে কর্মরত স্টাফরা হয়ে পরেছেন কর্মহীন। কাজ না থাকায় অনেকটা বিপাকে পরতে হচ্ছে তাদের। এবার তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার দিয়েছে বিসিবি।সিসিডিএেমর মাধ্যমে ক্লাব প্রতিনিধিদের হাতে এই উপহার তুলে দেয়া হয়। প্রায় ৭৬টির বেশি ক্লাবের স্টাফদের দেয়া হয় এই খাদ্য সামগ্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন