
স্পোর্টস ডেস্কঃ চলতি মৌসুমেই চেলসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ানের। এরইমধ্যে উইলিয়ানকে কিনতে আগ্রহ দেখিয়েছে টটেনহাম হটসপার ও স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আরেক ব্রাজিলিয়ান ফিলিপ কৌতিনহোকে দলে ভেড়াতে চায় লেস্টার সিটি। এছাড়া ২০২১ সাল পর্যন্ত ম্যানসিটির সঙ্গে চুক্তি থাকলেও,সিটিজেনদের হয়ে আরও কিছুদিন খেলতে চান আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। করোনার প্রকোপে স্তব্ধ বিশ্ব ক্রীড়াঙ্গন। এমন কঠিন পরিস্থিতিতে বিশ্বের প্রায় সব লিগ বন্ধ রয়েছে। যদিও ফরাসি লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জ্যার্মেইকে চ্যাম্পিয়ন ঘোষণা করে লিগের সমাপ্তি টানা হয়েছে। তবে এর মাঝেও ইউরোপিয়ান লিগ গুলোর বিভিন্ন ক্লাবের নামিদামি ফুটবলাররা আছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
করোনার কারনে এখন মাঠে খেলা নেই,তারপরও পছন্দের তারকাদের বাগিয়ে নিতে ক্লাবগুলোর আগ্রহের কমতি নেই। যেখানে নতুন মৌসুমের আগে টাকার অঙ্কটা ব্যাটে বলে মিলে গেলে, ফুটবলাররাও গায়ের জার্সির রঙটাও বদলে নিতে চাচ্ছেন। তবে কেউ কেউ আবার টুকটাক বেতন বাড়িয়ে থেকে যাচ্ছেন পুরনো ডেরায়। ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান। চেলসির সঙ্গে এই মৌসুম শেষেই দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে নিচ্ছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। যদিও উইলিয়ান চেয়েছিলেন চেলসি শিবিরে থাকতে। তবে শর্ত ছিল দুই বছরের চুক্তি করতে হবে। বিপরীতে এক বছরের চুক্তি বাড়াতে সম্মত ছিল ব্লুরা। এদিকে,উইলিয়ানকে কিনতে হাত বাড়িয়েছে টটেনহাম হটসপার ও স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ফুটবল বিশ্লেষকদের মতে, বার্সার চেয়ে টটেনহাম উইলিয়ানের জন্য একটি দারুণ অপশন হতে পারে।