News71.com
 Sports
 02 May 20, 11:28 AM
 749           
 0
 02 May 20, 11:28 AM

ফুটবলারদের করোনা টেস্ট বাধ্যতামূলক করেছে স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়॥  

ফুটবলারদের করোনা টেস্ট বাধ্যতামূলক করেছে স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়॥   

স্পোর্টস ডেস্কঃ অবশেষে অনুশীলন শুরুর আগে ফুটবলারদের করোনা টেস্টের অনুমতি দিলো স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়। তবে, আপাতত ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করতে পারবে ফুটবলাররা। এদিকে, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ধীরে ধীরে লক ডাউন তুলে দিতে প্রস্তুতি শুরু করেছে পর্তুগাল। চলতি মাসের শেষ দিকেই ফুটবল লিগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসবে তারা। অপেক্ষায় থাকতে হচ্ছে বুন্দেসলিগাকেও। ৬'ই মে'র আগে ১৯/২০ মৌসুম নিয়ে সিদ্ধান্ত নিতে নারাজ অ্যাঙ্গেলা মার্কেলা প্রশাসন।এতোটা বিপর্যস্ত আগে কখনো হয়নি মানব সভ্যতা। আবির্ভাবের তিন মাস পেরিয়ে গেলেও, এখনো প্রতি দিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল। কোনভাবে, কোন উপায়েই তার লাগাম টানতে পারছেনা দেশগুলো। অসম এক লড়াইয়ে নেমেছে এই ধরিত্রীর সাড়ে সাতশো কোটি মানুষ।কোভিড-নাইন্টিনের বিরুদ্ধে এ লড়াইয়ে এখনো কোন সাফল্যের গল্প শোনাতে পারেনি বিশ্বের প্রভাবশালী দেশগুলো। যে কারণে, কার্যত লক ডাউন হয়ে আছে পুরো পৃথিবী। স্থবির অর্থনৈতিক সকল কর্মকাণ্ড। করোনা ফুরোলেও, এই ধাক্কা আদৌ সামাল দিতে পারবে কিনা মাঝারী আয়ের দেশগুলো, প্রশ্ন এখন সেটাই।ক্লাব ফুটবল, ইউরোপের দেশগুলোর আয়ের এক বিশাল বাজার। এক একটি বড় ক্লাবের বার্ষিক খেলোয়াড় কেনা-বেচার বাজেট, বিশ্বের অনেক দেশের আয়-ব্যয়কেও ছাড়িয়ে যায় অনায়াসে। করোনার প্রভাবে হওয়া ক্ষতি পুষিয়ে নিতে অনেক দেশই তাই ফুটবল শুরুর অনুমতি দিতে যাচ্ছে শীঘ্রই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন