News71.com
 Sports
 01 May 20, 11:53 AM
 630           
 0
 01 May 20, 11:53 AM

করোনার প্রভাবে আর্থিক ক্ষতির মুখে জনপ্রিয় ইংলিশ ফুটবল ক্লাব আর্সেনাল॥

করোনার প্রভাবে আর্থিক ক্ষতির মুখে জনপ্রিয় ইংলিশ ফুটবল ক্লাব আর্সেনাল॥

স্পোর্টস ডেস্কঃ করোনার প্রভাবে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখে ইংলিশ ক্লাব আর্সেনাল। মৌসুমে আরো দশ ম্যাচ বাকি থাকলেও, রুদ্ধদ্বার ম্যাচ হওয়ায় লোকসান গুণতে হচ্ছে ক্লাবটিকে। যা প্রায় ১৪৪ মিলিয়ন পাউন্ড। আর এর প্রভাব শুধু চলতি মৌসুমের দলবদলেই নয়, আগামী মৌসুমগুলোতেও পড়বে বলেও আশঙ্কা ক্লাবটির সাপোর্টার্স ট্রাস্টের।করোনা শুধু মানুষের প্রাণ নেয়নি, থমকে দিয়েছে পুরো বিশ্বকে। লকডাউনে স্থবির জনজীবন। কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ। আর্থিকভাবে বিপর্যয় নেমে এসেছে বিশ্বের উন্নত দেশগুলোতে। যে ক্ষতির মুখে পড়েছে অনেক ফুটবল ক্লাবও।করোনার সংক্রমণ ঠেকাতে এখন সব খেলাই বন্ধ। এর মধ্যে আবারো মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ নির্ধারণ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের। তবে, মাঠে খেলা গড়ালেও, সব ম্যাচই অনুষ্ঠিত হবে রুদ্ধদ্বার। এ অবস্থায় ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে ক্লাবগুলো। বাদ যায়নি আর্সেনালও। ক্লাবটির সাপোর্টারস ট্রাস্টের আশঙ্কা, রুদ্ধদ্বার ম্যাচ হলে আগামী কয়েক মৌসুম পর্যন্ত লোকসান গুণতে হবে আর্সেনালকে।লিগে আর্সেনালের বাকি আছে আরো ১০ ম্যাচ। ধারণা করা হচ্ছে, ২০২০-২১ মৌসুমের এই বাকি ম্যাচগুলো রুদ্ধদ্বার হলে প্রায় ১৪৪ মিলিয়ন পাউন্ড ক্ষতির মুখোমুখি হতে হবে ক্লাবটিকে। যার প্রভাব পড়বে চলতি মৌসুমের দলবদলেও।এর আগে ক্লাবের আর্থিক ক্ষতি পোষাতে মূল দল, কোচ ও কোচিং স্টাফদের বেতন কাটার সিদ্ধান্ত নেয় আর্সেনাল। নির্ধারিত বেতনের ১২ দশমিক ৫ শতাংশ কম বেতন দেয়ার ক্লাবটির এই সিদ্ধান্ত বহাল থাকবে আগামী বছরের মার্চ পর্যন্ত। যদি দল হিসেবে তারা আগামী মৌসুমে সাফল্য পায়, তবে কেটে নেয়া অর্থ ফেরত পাবে খেলোয়াড় ও কোচরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন