News71.com
 Sports
 30 Apr 20, 10:58 AM
 621           
 0
 30 Apr 20, 10:58 AM

স্থগিত হওয়া চলতি ফুটবল মৌসুম নিয়ে ফেডারেশনগুলোকে চিঠি পাঠিয়েছে উয়েফা॥

স্থগিত হওয়া চলতি ফুটবল মৌসুম নিয়ে ফেডারেশনগুলোকে চিঠি পাঠিয়েছে উয়েফা॥

স্পোর্টস ডেস্কঃ আগামী ২৫ মে'র মধ্যে স্থগিত হওয়া চলতি মৌসুম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ফেডারেশনগুলোকে চিঠি পাঠিয়েছে উয়েফা। তবে বাতিল না করার পক্ষেই অবস্থান ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির। এদিকে, আর্সেনালের পর ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ক্লাব হিসেবে ফুটবলারদের অনুশীলনের অনুমতি দিয়েছে টটেনহ্যাম হটস্পার। আর আর্জেন্টিনায় লিগ বাতিল করায় হতাশ দর্শক সমর্থকরা। লকডাউনে গোটা বিশ্ব। বিশ্বের ক্রীড়াঙ্গণ আছে থমকে। বড় বড় টুর্নামেন্টের ভাগ্য অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন। তবে নীতি নির্ধারণ যাদের কাজ, তাদের তো আর থেমে থাকা চলে না। আগামী মৌসুম নিয়ে তাই খাতা কলমের কাজ সেরে ফেলছে ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।ইউরোপের ৫৫টি ফেডারেশনকে চিঠির মাধ্যমে নির্দেশনা দিয়েছেন উয়েফা প্রেসিডেন্ট আলেকসান্দ্রে সেফেরিন। ২৫ মে'র মধ্যে জানাতে হবে পেশাদার সকল পর্যায়ের লিগ কবে, কীভাবে শেষ করা হবে; আর লিগ বাতিল হলে রেলিগেশন বা প্রোমোশোন কীভাবে হবে, তাও বিস্তারিতভাবে অবগত করতে হবে উয়েফাকে। ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেস লিগা, ইতালিয়ান সিরিআ বা লিগ ওয়ানের মতো বড় আসরগুলো মৌসুম শেষ করার চেষ্টায় রত। আর এমন চেষ্টার পক্ষে থাকছে উয়েফাও।লিগ শুরু হোক বা না হোক, প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না ইংলিশ ক্লাবগুলো। তাইতো লকডাউনের মধ্যেও ফুটবলারদের মাঠে নামার অনুমতি দিয়েছে টটেনহ্যাম হটস্পার। বেশ কিছু পিচ খুলে দিচ্ছে লন্ডনের ক্লাবটি। অবশ্য সামাজিক দূরত্ব মানার ব্যাপারে কড়া নির্দেশনা দিয়েছে স্পার্স কর্তৃপক্ষ। একটি পিচে মাত্র একজন ফুটবলার অনুশীলন করতে পারবে। এর আগে, ইপিএলের প্রথম ক্লাব হিসেবে ফুটবলারদের মাঠে অনুশীলনের সুযোগ করে দেয় আর্সেনাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন