News71.com
 Sports
 30 Apr 20, 10:43 AM
 708           
 0
 30 Apr 20, 10:43 AM

অধিনায়ক হিসেবে ক্রিকেটে সাফল্য এনে দিতে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দেবো॥ তামিম ইকবাল

অধিনায়ক হিসেবে ক্রিকেটে সাফল্য এনে দিতে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দেবো॥ তামিম ইকবাল

স্পোর্টস ডেস্কঃ অধিনায়ক হিসেবে বাংলাদেশ দলকে সাফল্য এনে দিতে টানা ব্যর্থ হলে নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দেবেন। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। মাশরাফীর জায়গায় অধিনায়কের দায়িত্বটাকে চাপ হিসেবে দেখছেন না তিনি। বরং ম্যাশের নেতৃত্বগুণ তামিমের জন্য অনুপ্রেরণা। করোনার পর স্বাভাবিক অবস্থায় খেলে শুরু হলে ঘরোয়া ক্রিকেটের প্রয়োজনীতা তুলে ধরেন তামিম।গেলো মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফী অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলার পর থেকেই ক্রিকেট পড়ায় গুঞ্জন উঠে কে হচ্ছেন বাংলাদেশের ওয়ানডে দলের পরবর্তী অধিনায়ক। খুব একটা নাটকীয়তা ছাড়াই বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে ১৪তম অধিনায়ক হয়েছেন তামিম ইকবাল।

এর আগে ওয়ানডেতে বাংলাদেশকে যে ১৩জন অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে সফল সদ্যবিদায় নেওয়া ক্রিকেটার সাংসদ মাশরাফী। তারপরই তামিমের কাধে আসে দায়িত্ব। তাই অদৃশ্য একটা চাপ থাকছে তামিমের ওপর। এমন বাউন্সে দারুণ ভাবেই ডাক করলেন টপ অর্ডার এই ব্যাটসম্যান।তামিম জানান, একজন অধিনায়কের অনেক ধরণের চাপ থাকে। মাশরাফী ভাইয়ের অধিনায়কত্ব খুব কাছ থেকে দেখেছি। আমি চেষ্টা করবো ভালো করার জন্যে।মাঠ ও মাঠের বাইরে দলের সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হয় অধিনায়ককে। যেমন ভূমিকা ছিলো তামিম ইকবালের। ক্রিকেট ক্যারিয়ারের নতুন এই ইনিংসে সফলতা যখন দূরের বাতিঘর রয়ে যাবে তখন। নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দেবেন সাফ কথা তামিমের।তামিম আরও জানান, করোনা পরবর্তীতে আমাদের ডোমেস্টিক খেলতে হবে। এটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন