News71.com
 Sports
 29 Apr 20, 10:16 PM
 615           
 0
 29 Apr 20, 10:16 PM

ক্রিকেটার ইউসুফ পাঠানের চুল কেটে দিলেন ছোট ভাই ইরফান॥

ক্রিকেটার ইউসুফ পাঠানের চুল কেটে দিলেন ছোট ভাই ইরফান॥

স্পোর্টস ডেস্কঃ নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার এড়াতে ভারতে চলছে লকডাউন। স্তব্ধ হয়ে গেছে ক্রীড়াঙ্গন। বন্ধ রয়েছে সমস্ত খেলাধুলা। এ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা কারোর জানা নেই। ঘরবন্দি জীবন কাটছে পাঠান ভাতৃদ্বয়ের। এদিকে লকডাউনের চুল ও দাঁড়ি কাটা নিয়ে বড় সমস্যা তৈরি হয়েছে। চারদিকে সব বন্ধ থাকায় সবাই ঘরে বসেই বউকে দিয়ে চুল কাটিয়ে নিচ্ছেন অনেকে। আর এই শুরুটা করেছিলেন আনুশকা শর্মা। ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির হেয়ার স্টাইলিস্ট হয়েছিলেন এই বলিউড তারকা। সেইটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কোহলি-আনুশকার দেখানো পথেই হাঁটেন সুরেশ রায়না। এবার সেই পথে দুই ভাই ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান। তবে ইরফান ও ইউসুফ পাঠান বউয়ের উপর নির্ভর হননি। ভাতৃদ্বয় একে অন্যের ওপরেই নির্ভর হয়েছেন। তাই-তো ব্যাট-বল ছেড়ে এবার হেয়ারকাটিং ট্রিমার হাতে তুলে নিয়েছেন ভারতের সাবেক অল-রাউন্ডার ইরফান পাঠান। এমনকি রীতিমতো বিশেষজ্ঞের মতো করে বড় ভাই ইউসুফ পাঠানের চুল কেটে দেন তিনি। এমন একটি ঘটনার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এই ছবি দেখে ক্রিকেটপ্রেমীরা রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন