
স্পোর্টস ডেস্কঃ অর্থ সঙ্কট কমাতে আগামী কয়েক বছরে কাউন্টি ক্রিকেটে বিদেশি ক্রিকেটারদের খেলানো বাদ দেয়া যেতে পারে। এমন পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। এছাড়া চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের ম্যাচ কমানোরও প্রস্তাব দিয়েছেন তিনি। এদিকে ভনের এমন প্রস্তাবের আগেই তিন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল করেছে ইয়র্কশায়ার।ক্রিকেট বিশ্বে ছড়ি ঘুরানো বোর্ডগুলো এখন আর্থিক সঙ্কটে নাজুক। করোনার প্রভাবে টালমাটাল হয়ে কিভাবে আর্থিক ক্ষতি কিছুটা কমানো যায় সেই পথ খুঁজছে সবাই।ইংল্যান্ডে এরইমধ্যে ১লা জুলাই পর্যন্ত বাতিল করা হয়েছে সবধরণের ক্রীড়া ইভেন্ট। ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজ তো বাতিলই, ঘরোয়া আর আন্তর্জাতিক সব টুর্নামেন্টগুলো একে একে অনিশ্চিত হয়ে পড়ছে। ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে ক্ষতি পুষিয়ে নেয়ার কথা ভাবছিল ইসিবি। তবে গুঞ্জন উঠেছে, এবারের মৌসুমে সেটিও বাতিল করা হতে পারে।ইংল্যান্ডের সবচেয়ে জমজমাট ঘরোয়া আসর কাউন্টি চ্যাম্পিয়নশিপও এই গ্রীষ্মে না হওয়ার শঙ্কা। সেক্ষেত্রে প্রায় ৮৫ মিলিয়ন পাউন্ড ক্ষতির মুখে কাউন্টিগুলো। ক্ষতি তো আর এড়ানো যাচ্ছেনা, বোর্ডকে তাই আগামী বছর থেকে খরচ কমানোর পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার নজর দেয়া উচিত, কিভাবে খরচ কমানো যায় সেটি ভাবা উচিত। আগামী দুই বছরে কি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট থেকে বিদেশিদের বাদ দেয়া যায়? সমালোচকরা হয়তো আমার সঙ্গে একমত হবেননা, কিন্তু এখন সেসব ভাবার সময় না। বিদেশিরা না খেললে খরচ অনেকটাই কমে যাবে।