News71.com
 Sports
 27 Apr 20, 10:32 PM
 654           
 0
 27 Apr 20, 10:32 PM

সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন পাকিস্তানি ক্রিকেটার ওমর আকমল॥

সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন পাকিস্তানি ক্রিকেটার ওমর আকমল॥

স্পোর্টস ডেস্কঃ তিন বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি উইকেটকিপার ব্যাটসম্যান ওমর আকমলকে।শৃঙ্খলা ভঙ্গের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির শৃঙ্খলারক্ষা কমিটি তাকে এ শাস্তি দিয়েছে।সোমবার (২৭ এপ্রিল) কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।আকমলের বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সেকথা তিনি গোপন করেছেন। এমাসের শুরুর দিকে ২৯ বছরের আকমল সিদ্ধান্ত নেন তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে তিনি কোনও আপিল করবেন না। এরপরই বোর্ড মামলাটি নিয়ে যায় শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। পিসিবি টুইটারে ঘোষণা করেছে অবসরপ্রাপ্ত বিচারপতি ফজল-ই-মিরান চৌহানের নেতৃত্বে শৃঙ্খলারক্ষা কমিটি আকমলকে তিন বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করেছে।গত ২০ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লিগ চলাকালীন সাময়িক নিষেধাজ্ঞায় পড়েন আকমল। পিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, আকমল দু'‌বার বোর্ডের নীতি লঙ্ঘন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন