News71.com
 Sports
 27 Apr 20, 12:25 PM
 747           
 0
 27 Apr 20, 12:25 PM

করোনার দিনগুলোতে অনলাইনে ক্লাস করবেন পাকিস্তানের ক্রিকেটাররা॥

করোনার দিনগুলোতে অনলাইনে ক্লাস করবেন পাকিস্তানের ক্রিকেটাররা॥

স্পোর্টস ডেস্কঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চারিদিকে এখন শুনশান নিরবতা! পৃথিবীর সমস্ত মানুষ গৃহবন্দি হয়ে আছে। তেমন কোনো প্রয়োজন না থাকলে ঘর থেকে কেউ বের হচ্ছেন না। মাঠের ব্যস্ততা না থাকায় অন্য সবার মতো বিভিন্ন দেশের ক্রিকেটাররাও পার করছেন বন্দি জীবন। আর বন্দি সময়টাকে কাজে লাগাতে এক অভিনব উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। করোনার দিনগুলোকে কাজে লাগাতে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে পিসিবি। যেখানে শিক্ষক হিসেবে থাকবেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটারগণ। ব্যাটিং, পেস, স্পিন বোলিং, আর উইকেটকিপিং এই চারটি ক্যাটাগরিতে ক্লাসে বসবেন পাকিস্তানের লাল ও সাদা বলের চুক্তিবদ্ধ ক্রিকেটাররা।

কে কোন ক্লাস করবে সেটিও নির্ধারণ করে দেয়া হয়েছে। জাভেদ মিয়াঁদাদ, মোহাম্মদ ইউসুফ ও ইউনিস খানের ক্লাস করবেন ২১ জন ব্যাটসম্যান, ১৩ জন পেসারের ক্লাস নিবেন ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার, ৬ জন স্পিনারের ক্লাস নিবেন মুশতাক আহমেদ এবং রশিদ ও মঈনের ক্লাস করবেন ৫ জন উইকেট কিপার। একটি নির্দিষ্ট সময়ে এই ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। সাবেক ক্রিকেটাররা তাদের অভিজ্ঞতার ঝুলি থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান বিতরণ করবেন এসব ক্লাসগুলিতে। এতে করে বর্তমান ক্রিকেটারদের অভিজ্ঞতা সঞ্চয় হবে বলে আশাবাদ বোর্ডের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন