
স্পোর্টস ডেস্কঃ করোনা ভাইরাসের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে ছোট দলগুলোর পাশে দাঁড়াবে ভারত। এ জন্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপের পরিবর্তে দ্বি-পাক্ষিক সিরিজের উপর গুরুত্ব দেয়া হবে। বিসিসিআই মনে করে, ভারতে খেলতে আসলে যেকোন দলই লাভবান হবে। এদিকে, শারীরিক ও মানসিকভাবে ঠিক থাকতে বর্তমান ক্রিকেটারদের অনলাইন ক্লাস করাবেন পাকিস্তানের সাবেক তারকারা।সবচেয়ে ধোনি বোর্ড-বিসিসিআই। ক্রিকেট বিশ্বের নাটাই এখন তাদের হাতে। ধারণা করা হচ্ছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে। ভারত যেভাবে চাইবে সেভাবেই নিয়ন্ত্রিত হবে ক্রিকেট।রাজস্বের ক্ষেত্রে ভারতের উপর অনেকটাই নির্ভরশীল আইসিসি। পরিস্থিতি ঠিক হলে আবারো এফটিপি ঠিক করতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে। তখন ভারত তাদের ছড়ি ঘোরাবে। হিন্দুস্থান টাইমসে দেয়া সাক্ষাতকারে ভারতীয় এক বোর্ড কর্তা অবশ্য, ভালো কিছুর ইঙ্গিত দিয়েছেন। বিসিসিআই নাকি ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়াতে চায়।টি-টোয়েন্টি ও এশিয়া কাপ নিয়ে মোটেও আগ্রহী নয় ভারত। বিসিসি আই প্রতিবছর আইপিএল থেকে আয় করে আড়াই হাজার কোটি রুপি। সাড়ে নয় শ কোটি আসে দ্বিপাক্ষিক সিরিজ থেকে। যেখানে মাত্র ৩৮০ কোটি রাজস্ব আয় হয় আইসিসি ইভেন্ট থেকে। সুতরাং, আইপিএল ও দ্বিপাক্ষীক সিরিজগুলো যাতে হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা করবে ভারত।বিসিসিআই সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, পরবর্তী ১ বছর ভারত তাদের বিদেশ সফরের ওয়াদা ভঙ্গ করবে না। তবে হোম ম্যাচের উপর বেশি গুরুত্ব দিবে। সে ক্ষেত্রে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ভারতে খেলার আমন্ত্রণ জানানো হবে।