
স্পোর্টস ডেস্কঃ ভাস্কর্য উপড়ে ফেলে মালমোর সঙ্গে ইব্রাহিমোভিচের স্মৃতি কিছুতেই মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন সুইডিশ ফরোয়ার্ড নিজেই। বর্তমানে সুইডেনে সেল্ফ আইসোলেশনে আছেন ইব্রা। তবে একঘেয়েমি কাটাতে নেমে পড়েছেন অনুশীলনে। মালমোর চিরপ্রতিদ্বন্দ্বী হ্যামারবির জার্সিতে অনুশীলন করতে দেখা গেছে এসি মিলান ফরোয়ার্ডকে।মালমোর সঙ্গে ইব্রাহিমোভিচের সম্পর্কটা শৈশব থেকে। বলা যায় তার আজকের ইব্রা হয়ে উঠার ভিত্তিটা রচিত হয় এখানেই। এরপর সিনিয়র ক্যারিয়ারটাও তিনি শুরু করেন সুইডেনের এই ক্লাবটিতে। প্রায় দুই বছরের পথ চলাতেই তৈরি হয় বিশেষ এক সম্পর্ক।পেশাদারিত্বের খাতিরে এরপর ইব্রাকে ছাড়তে হয় মালমো। তখনো সবকিছু ছিল ঠিকঠাক। ভক্তরা বিষয়টি নিয়েছিলেন স্বাভাবিক ভাবেই। তবে বিপত্তিটা বাধে তিনি যখন হ্যামারবির শেয়ার কেনেন। আর তাতেই ক্ষোভে মালমোর ক্লাব অ্যারেনায় থাকা ইব্রাহিমোভিচের ভাষ্কর্যটি ভেঙ্গে ফেলেন উশৃঙ্খল সমর্থকরা।এসি মিলানের ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ বলেন, একটা মূর্তি ভেঙে ফেললাম আর সঙ্গে সঙ্গে সব কিছু মুছে গেলো! না এটা কোনো ভাবেই সম্ভব না। মালমোর সঙ্গে আমার সম্পর্ক এতটা ঠুনকো না। সুতরাং যারা ভাবছেন ভাষ্কর্যটি ভেঙে আমার সব স্মৃতি মুছে গেছে, তার বোকার সর্গে আছেন। আমি এখনো ক্লাবটিকে মিস করি। তাই মালমোর বিপদে সব সময়ই এগিয়ে এসেছি। সামনের দিনেও আসবো।