
স্পোর্টস ডেস্কঃ চলতি বছরের প্রিমিয়ার ফুটবল লিগ নিয়ে বাফুফের সঙ্গে অনলাইনে বৈঠকে বসেছিল ক্লাবগুলো। সেখানে এ বছর লিগ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বেশির ভাগ ক্লাব। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।বাফুফে জানায়, শিগগিরই জানানো হবে প্রিমিয়ার লিগ হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে মে মাসের শেষের দিকে কোভিড-১৯ সহ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৯-২০২০ মাঠে গড়ানো নিয়ে বাফুফে কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত নেয়া হবে।